ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী ৩ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৪৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৪৫:২৬ অপরাহ্ন
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী ৩ দিনের রিমান্ডে
পঞ্চগড় প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করা হলে সাড়ে ১১টা পর্যন্ত শুনানিতে বাদীপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অপর আসামিদের মধ্যে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বলসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে সাবেক ওই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশের পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, রিমান্ড শুনানিকালে এজাহারভুক্ত মামলার প্রধান আসামি নুরুল ইসলাম সুজন তার পেয়ারে উল্লেখ করেছেন ঘটনার সময় নাকি তিনি মোবাইলে মারধর ও হত্যার নির্দেশ দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমরা রিমান্ড নামঞ্জুরের আবেদন করি। একই সঙ্গে প্রযুক্তির এই যুগে আমরা সুজন সাহেবের মোবাইলের কল লিস্ট যাচাইয়ের কথা জানিয়েছি। এতে সত্য ঘটনা বের হয়ে আসবে। কিন্তু একই সময় ঢাকাসহ বিভিন্ন এলাকায় মামলা হয়েছে। একটা মানুষ পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় যেতে পারে কি না, বা যুক্ত থাকতে পারে কি না তা সহজে উপলব্ধি করা যায়। একই সঙ্গে শুনানিতে আসামি নিজেই বক্তব্য দিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। এদিকে মামলার বাদী বলছেন, তিনি ভুল বুঝে মামলায় নাম উল্লেখ করেছেন। আমরা আশা করবো যে সমস্ত ডকুমেন্ট জমা করেছি, তা আদালত যাচাই করবে বলেই জানান অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আদম সুফি গণমাধ্যমকর্মীদের বলেন, এই মোকদ্দমায় পঞ্চগড় সদর থানার একটি মামলায় হত্যা এবং অপহরণের মামলা ছিল। সেই মোকদ্দমায় আসামির ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটি আসলে একটি রহস্যময় এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল। যেটি আদালত অনুধাবন করেছেন। ফলে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। এদিকে তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা এফিডেফিটের যে কথা বলছে তাতে সাক্ষীদের একটি কলাম রয়েছে। সেখানে সাক্ষীদের কোনো স্বাক্ষর নেই। সেই এফিডেফিড অসম্পূর্ণ। এছাড়া মামলা চলার সময় এটি আপসযোগ্য মামলা না। এদিকে গত বছরের (২০২৪) ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় হাজির করা হলে বিচারক মো. আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ