ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী ৩ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৪৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৪৫:২৬ অপরাহ্ন
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী ৩ দিনের রিমান্ডে
পঞ্চগড় প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির করা হলে সাড়ে ১১টা পর্যন্ত শুনানিতে বাদীপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অপর আসামিদের মধ্যে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বলসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে সাবেক ওই মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশের পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, রিমান্ড শুনানিকালে এজাহারভুক্ত মামলার প্রধান আসামি নুরুল ইসলাম সুজন তার পেয়ারে উল্লেখ করেছেন ঘটনার সময় নাকি তিনি মোবাইলে মারধর ও হত্যার নির্দেশ দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমরা রিমান্ড নামঞ্জুরের আবেদন করি। একই সঙ্গে প্রযুক্তির এই যুগে আমরা সুজন সাহেবের মোবাইলের কল লিস্ট যাচাইয়ের কথা জানিয়েছি। এতে সত্য ঘটনা বের হয়ে আসবে। কিন্তু একই সময় ঢাকাসহ বিভিন্ন এলাকায় মামলা হয়েছে। একটা মানুষ পঞ্চগড় সহ দেশের বিভিন্ন এলাকায় যেতে পারে কি না, বা যুক্ত থাকতে পারে কি না তা সহজে উপলব্ধি করা যায়। একই সঙ্গে শুনানিতে আসামি নিজেই বক্তব্য দিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। তিনি ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। এদিকে মামলার বাদী বলছেন, তিনি ভুল বুঝে মামলায় নাম উল্লেখ করেছেন। আমরা আশা করবো যে সমস্ত ডকুমেন্ট জমা করেছি, তা আদালত যাচাই করবে বলেই জানান অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আদম সুফি গণমাধ্যমকর্মীদের বলেন, এই মোকদ্দমায় পঞ্চগড় সদর থানার একটি মামলায় হত্যা এবং অপহরণের মামলা ছিল। সেই মোকদ্দমায় আসামির ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এটি আসলে একটি রহস্যময় এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল। যেটি আদালত অনুধাবন করেছেন। ফলে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন। এদিকে তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা এফিডেফিটের যে কথা বলছে তাতে সাক্ষীদের একটি কলাম রয়েছে। সেখানে সাক্ষীদের কোনো স্বাক্ষর নেই। সেই এফিডেফিড অসম্পূর্ণ। এছাড়া মামলা চলার সময় এটি আপসযোগ্য মামলা না। এদিকে গত বছরের (২০২৪) ২ ডিসেম্বর সকাল ১০টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই মামলায় হাজির করা হলে বিচারক মো. আশরাফুজ্জামান সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য