ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
২০ লাখ টাকা আত্মসাৎ

সিভিল সার্জন তওহিদুর রহমানসহ দুইজনের নামে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১১:৫৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:৫৬:২৯ পূর্বাহ্ন
সিভিল সার্জন তওহিদুর রহমানসহ দুইজনের নামে গ্রেফতারি পরোয়ানা
কালীদাস রায়, সাতক্ষীরা
অনুমোদন ছাড়াই বার্ষিক ক্রয় পরিকল্পনা ব্যতীত সাতক্ষীরা ইনস্টিটিউট ও হেলথ টেকনোলজিতে নিন্মমানের ও কমমূল্যের খেলাধুলা সামগ্রী সরবরাহ করে বেশি দামে কেনা দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান ও ঢাকা উত্তরার বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহীনুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা  হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম অভিযোগপত্র পর্যালোচনা শেষে এ আদেশ দেন।
আসামী ডা. তৌহিদুর রহমান আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের ও বর্তমানে ঢাকার উত্তরার মৃত তফছির উদ্দিনের ছেলে। আসামী মো. শাহিনুর রহমান ঢাকা উত্তরার ও মাগুরা জেলা সদরের কাদিরাবাদ গ্রামের একেএম ছিদ্দিকুর রহমানের ছেলে।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারি পরিচালক মো. সহিদুর রহমানের ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি দায়েরকৃত মামলার বিবরণে জানা যায়, অনুমোদন ছাড়াই, বার্ষিক ক্রয় পরিকল্পনা ব্যতীত সাতক্ষীরা ইনস্টিটিউট ও হেলথ টেকনোলজিতে (নলতা) ইকুইপমেন্ট সামগ্রী, আসবাবপত্র , বইপত্র সাময়িকী ও খেলাধুলার সামগ্রী কেনার জন্য ২০১৭ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, ও জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক বরাবর চিঠি পাঠান তৎকালিন সাতক্ষীরার সিভিল সার্জন ও সাতক্ষীরা ইনস্টিটিউট ও হেলথ টেকনোলজির সাবেক অধ্যক্ষ ডা. তওহিদুর রহমান। অধিদফতরের প্রশাসনিক অনুমোদন ব্যতীত  নলতা আইএইচটিতে চাহিদা বরাদ্দ পাওয়ার আগেই খেলাধুলা সামগ্রীসহ অন্যান্য সামগ্রী কেনার জন্য বিধিবহির্ভুতভাবে বাজারদর কমিটি, দরপত্র উান্মুক্তকরণ কমিটি, দরপত্র মূল্যায়ন কমিটি ও সার্ভে কমিটি গঠণ করে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করেন ডা. তওহিদুর রহমান। ২০১৮ সালের ১৫ মে ডা. তওহিদুর রহমান ঢাকার উত্তরার বেনিভোলেন্ট এন্টারপ্রাইজকে ১০টি ফুটবল, ২৫টি ক্রিকেট ব্যাট, ২১টি ক্রিকেচ বল, ২০টি ক্রিকেট প্যাড, ১১টি ক্রিকেট হেলমেট, ১০টি ক্রিকেট গ্লাবস, ১৫টি ক্রিকেট স্টাম্প, ৫টি ২০ কেজি ওজন সেট, ৫টি ৫ ইঞ্চি স্টিক, ৫টি ৪ ইঞ্চি স্টিক, ৫টি ৩ ইঞ্চি স্টিক, ৫টি ১৪ কেজি ডাম্বেল, একটি ট্রিসেফ বার, ৫৬পিস মাল্টি জাম, ৫টি চায়না আপ মেশিন, ৫টি ট্রেড মিল, ৪টি সিট আপ বেঞ্চ, ৬টি টিটি বোর্ড, ১০টি বাস্কেট বল, ১০টি ব্যাডমিন্টন সেট, ৫টি দাবা সেট, ১৫টি হ্যাণ্ডবল, ১০টি ভলি বল, ক্লাইন চেষ্ট প্রেস এর ৪টি স্মিথ মেশিন, কেবল ওয়ারের ২০টি লাফ দড়ি, ৫টি হ্যামার স্ট্রেনথ, ৫টি ইলেকট্রিকাল ট্রেনার এক্সসারসাইজ বাইক ও ৫টি ৫৬ ্ইঞ্চি ক্যারাম বোর্ড সরবরাহের জন্য কার্যাদেশ প্রদান করেন। পরবর্তীতে বেনিভোলেন্ট এন্টারপ্রাইজ ২০১৮ সালের ২৪ মে মালামাল সরবরাহ করে ওই বছরের ১০ জুন ৫০ লাখ টাকার বিল দাখিল করেন। ডা. তওহিদুর রহমান বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর রহমানকে ২০১৮ সালের ১০ জুন ওই বিল পাশ করে জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর পাঠান। সে অনুযায়ি হিসাবরক্ষণ অফিস সরকারি কর্তণ বাদে বেনিভোলেন্ট এন্টারপ্রাইজ এর অনুকুলে২০১৮ সালের ১৪ জুন ৪৪ লাখ ৫০ হাজার টাকার চেক ইস্যু করে। পরে বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাহিনুর রহমান টাকা তুলে নেন।
অভিযোগ অনুসন্ধানকালে কেনা ক্রীড়া সামগ্রীর সঠিক মূল্য একটি টিমের মাধ্যমে যাচাই করার জন্য দুদকের প্রধান কার্যালয় থেকে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্রীড়া অধিদফতর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালককে অনুরোধ করেন। ২৬ সেপ্টেম্বর নলতা আইএইচটি ও  ম্যাটস এর কেনা ক্রীড়া সামগ্রীর মূল্য নিরুপণের জন্য বিশেষজ্ঞ টিম গঠণ করা হয়। ৩০ সেপ্টেম্বর সরেজমিনে ঘটনান্থল পরিদর্শণ করে দুদকের তদন্তকারি টিম ১০ অক্টোবর জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। কমিটির প্রতিবেদনে দেখা যায়, বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের সরবরাহকৃত ক্রীড়া সামগ্রীর মূল্য ২৩ লাখ ৮৮ হাজার ৬৫০ টাকা। কিন্তু প্রতিষ্ঠানকে ভ্যাট ও আয়কর বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা কেটে নিয়ে ৪৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়। এক্ষেত্রে বেনিভোলেন্ট এন্টারপ্রাইজকে ২০ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা অতিরিক্ত দেয়া হয়েছে। সেক্ষেত্রে ডা. তওহিদুর রহমান ও মো. সাহিনুর রহমান পরস্পর যোগসাজসে২০ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা আত্মসাৎ করে অপরাধ করেছেন। গত ২৮ জানুয়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা উপসহকারি পরিচালক মো. সহিদুর রহমানের  দায়েরকৃত অভিযোগপত্রটি পর্যালোচনা শেষে বিচারক মো. নজরুল ইসলাম অভিযুক্ত দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়ে ১৬ মার্চ ধার্য দিন নির্ধারণ করে দেন। গত বৃহষ্পতিবার তাদের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা সাতক্ষীরা  পুলিশ সুপারের মাধ্যমে জারি করা হয়।
সাতক্ষীরা জজ কোর্টের দুদকের পিপি অ্যাড. আসাদুজ্জামান দিলু ওই দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য