ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

অবহেলার অভিযোগ এনে সংবাদ প্রচার চিকিৎসকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৩০:১৫ অপরাহ্ন
অবহেলার অভিযোগ এনে সংবাদ প্রচার চিকিৎসকের বিরুদ্ধে
শরীয়তপুর প্রতিনিধি হার্ট অ্যাটাকের রোগী স্কেন্দার চৌকিদার (৭০) স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অথচ অবহেলার অভিযোগ এনে কিছু অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করলেন শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডাক্তার এফসিপিএস কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে। শরীয়তপুর জেলার কতিপয় কিছু সাংবাদিক। শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডাক্তার আকরাম এলাহী দৈনিক জাতানকে বলেন, গত ২৮ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ৭০ বছরের বৃদ্ধ এস্কান্দার চৌকিদার বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কাজী মোহাম্মদ ইলিয়াস রোগীর অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন ওই রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। প্রাথমিক পর্যায় ওই রোগীকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দিয়েছে আমি ওই রোগীর ভর্তির ফাইল দেখেছি।এবং ডাক্তার সদর হাসপাতাল থেকেই সরকারিভাবে ইসিজি করিয়েছে।ইসিজির রিপোর্টের অবস্থা ভালো না দেখে ডাক্তার ইলিয়াস তখন রোগীর কর্তৃপক্ষকে ভালো একটা ক্লিনিক থেকে এস ট্রোপনিন হার্টের পরীক্ষা করতে বলেন। কিন্তু রোগীর লোকজন শরীয়তপুর সদরের অত্যন্ত নিম্নমানের মর্ডান ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাটা করেন। ডাক্তারের ধারণা ছিল ওই রোগীর ম্যাসিব হার্ট অ্যাটাক হয়েছে তারপরও নিশ্চিত হওয়ার জন্য হার্টের কোয়ান্টিটিব মানের পরীক্ষার করতে বলেন। কিন্তু রোগীর লোকজন হার্টের কোয়ালিটি মানের পরীক্ষা করেন।ওই রিপোর্টটা পুনরায় ভালো ক্লিনিক থেকে পরীক্ষা করতে বলার কারণে রোগীর লোকজন এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ ডাক্তার ইলিয়াসের সাথে ভুল বোঝাবুঝি হয়। ডাক্তার, রোগীর ভুল বুঝাবুঝি সমাধান করার জন্য আমি দায়িত্ব নিয়ে সদর হাসপাতালে তিন তলা ভবনে নার্স স্টাফদের কক্ষে বসে শরীয়তপুর সদরের সিনিয়র এবং নবীন সাংবাদিক সাথে নিয়ে,এবং ডাক্তার ও মডার্ন ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করি।পরবর্তীতে আমি জানতে পেয়েছি, ঐদিন বিকেল বেলা সদর হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তার রোগীর অবস্থা দেখে রোগীর ভালো হওয়া এবং ভালো চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছান। গত ৩১ জানুয়ারি সন্ধ্যার পরে সংবাদ প্রচারের মাধ্যমে আমি জানতে পেরেছি বয়স্ক রোগীটা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অথচ ডাক্তার কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং সম্মানহানি করার জন্য অবহেলার অভিযোগ এনে জেলার কতিপয় কিছু সাংবাদিক অনলাইন মিডিয়ায় মিথ্যে সংবাদ প্রচার করেন। ঢাকা মিটফোর্ড হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে সর্বোচ্চ ভালো চিকিৎসা দিয়েছে।যার প্রমাণ ওই রোগীর ভর্তির ফাইলে আছে।কতিপয় সাংবাদিকদের চাঁদা দাবি পূরণ না করায় ডাক্তার ইলিয়াস এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ