ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও অকথ্য ভাষায় গালি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক শিক্ষার্থী জানায়, বাবুল আক্তার তার কাছে ছাত্রদের প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র মো. রয়েলকে মারধর করে ও তাকে অকথ্য ভাষায় গালি দেয়া হয়। গত ৩০ জানুয়ারি এ ঘটনা ঘটে। ওই দিনই এ বিষয়ে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে অষ্টম শ্রেণির প্রভাতী শাখার শিক্ষার্থীরা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাকলাইন সাকি বলেন, ‘আমার সহপাঠি বন্ধু রয়েলকে শিক্ষক বাবুল আক্তার বেধড়ক মারধর করেন। হাত লাড়াতে পারছে না। পরে সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে গালি দিয়ে বলেন, তোরা সবাই জানোয়ার, তোদের মা ও বাবা সবাই জানোয়ার। তোদের পারিবারিক শিক্ষা নাই। তোদের আমি টিসিই দিতাম। মুলত তার কাছে প্রাইভেট পড়ানোর জন্য বিভিন্ন সময় আমাদের চাপ প্রয়োগ করে আসছে। এতে রাজি না হওয়ায় তিনি মারধর ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আমরা সকলে চাই এই শিক্ষক অন্য শিপটে চলে যাক। আমাদের ক্লাসে আর তাকে চাই না।’ তবে এ ব্যাপারে শিক্ষক বাবুল আক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল দৈনিক জনতাকে বলেন, শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে তাকে অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ক্লাস নেয়া থেকে বিরত রাখা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য