ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
প্রাইভেট না পড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও অকথ্য ভাষায় গালি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক শিক্ষার্থী জানায়, বাবুল আক্তার তার কাছে ছাত্রদের প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির প্রভাতী শাখার ছাত্র মো. রয়েলকে মারধর করে ও তাকে অকথ্য ভাষায় গালি দেয়া হয়। গত ৩০ জানুয়ারি এ ঘটনা ঘটে। ওই দিনই এ বিষয়ে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে অষ্টম শ্রেণির প্রভাতী শাখার শিক্ষার্থীরা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাকলাইন সাকি বলেন, ‘আমার সহপাঠি বন্ধু রয়েলকে শিক্ষক বাবুল আক্তার বেধড়ক মারধর করেন। হাত লাড়াতে পারছে না। পরে সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে গালি দিয়ে বলেন, তোরা সবাই জানোয়ার, তোদের মা ও বাবা সবাই জানোয়ার। তোদের পারিবারিক শিক্ষা নাই। তোদের আমি টিসিই দিতাম। মুলত তার কাছে প্রাইভেট পড়ানোর জন্য বিভিন্ন সময় আমাদের চাপ প্রয়োগ করে আসছে। এতে রাজি না হওয়ায় তিনি মারধর ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। আমরা সকলে চাই এই শিক্ষক অন্য শিপটে চলে যাক। আমাদের ক্লাসে আর তাকে চাই না।’ তবে এ ব্যাপারে শিক্ষক বাবুল আক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল দৈনিক জনতাকে বলেন, শিক্ষক বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে তাকে অষ্টম শ্রেণির প্রভাতী শাখায় ক্লাস নেয়া থেকে বিরত রাখা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ