ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১১:৩৯ পূর্বাহ্ন
পটিয়া ‘ভয়ে কাতুরে’ বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
স্থানীয় কতিপয় ব্যক্তির পছন্দমত পটিয়ার আশিয়া ইউনিয়ন বাথুয়া হাই স্কুল  পরিচালনা কমিটির সভাপতি করতে না পারায় প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে পটিয়ার বাথুয়া উচ্চ বিদ্যালয়ে।  এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে  পটিয়া থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতার পুত্র মোজাহেরুল আলম চৌধুরী। উক্ত সভাপতিকে স্কুল থেকে সরানোর চেষ্টা করা হলে ২০১৯ সালে হাইকোর্টে তিনি রিট পিটেশন দায়ের করলে হাইকোর্ট তাকে সভাপতির দায়িত্ব পালনের জন্য আদেশ দেন। উচ্চ আদালতের আদেশকে ডিঙ্গিয়ে স্থানীয় শাহনেওয়াজ চৌধুরী নামের এক ব্যক্তিকে পরিচালনা কমিটির সদস্য মনোনীত করতে চাইলে আদালতের আদেশকে উপেক্ষা করে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্্জাহান কোন অগ্রায়ন পত্র দেননি। এই নিয়ে উক্ত প্রধান শিক্ষকের সাথে স্থানীয় খোরশেদ আলম চৌধুরীসহ শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীর লোকজন প্রধান শিক্ষকের সাথে ষড়যন্ত্র করে আসছে। এর ধারাবাহিকতায়  গত ২৯ জানুয়ারি শাহনেওয়াজ চৌধুরীর অনুসারীরা স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ করে তার হাত, পা বাঁধার চেষ্টা করে। প্রধান শিক্ষকের কক্ষ থেকে টানা হেঁছড়া করে তাকে বের করে দিয়ে অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্র ও জরুরী স্কুলের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এতে প্রধান শিক্ষক পালিয়ে গিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ও পরে পটিয়া থানায় ওসির কাছে গিয়ে ঘটনাটি অবহিত করে এবং একটি অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক মো. শাহজাহান জানান, বিএনপি’র নেতা কর্মী পরিচয়ে কতিপয় সন্ত্রাসী তাকে জোরপূর্বক এডহক কমিটি করার জন্য বাধ্য করে। এতে সে রাজী না হলে তাকে রশি দিয়ে বেঁধে  হেনস্থা করার চেষ্টা করে। বর্তমানে সে ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। এ ব্যাপারে বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য