ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
ফেনীতে পল্লীবিদ্যুৎ

২০ জন ভুয়া পরীক্ষার্থী আটক

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:১৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:১৯:২০ পূর্বাহ্ন
২০ জন ভুয়া পরীক্ষার্থী আটক
ফেনী প্রতিনিধি
ফেনী পল্লীবিদ্যুৎ জনবল সংকট থাকায় নিয়ম-নীতি মেনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়, বিজ্ঞপ্তিতে ৩৫ জন জনবল নিয়োগের কথা থাকলেও সেখানে আবেদন করেন পাঁচ হাজারেরও অধিক প্রার্থী,  নিয়োগের নিয়ম অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় গত শনিবার নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়, পরীক্ষার হলো হিসেবে বেছে নেয়া হয় ফেনী সরকারি কলেজ, জিয়া মহিলা কলেজ ও শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজকে তিনটি কেন্দ্রেই সকল প্রস্তুতি শেষে ১ ঘণ্টা (১০টা থেকে ১১টা) পরীক্ষা নেয়ার প্রথম ধাপে প্রতিটি হলে চলছিল প্রবেশপত্র যাচাই-বাছাই, যাচাই-বাছাইয়ের একপর্যায়ে পরীক্ষার্থীর পূর্বে জমাকৃত মূল ফাইলের সাথে প্রবেশপত্রে ছবির সাথে মিল না থাকায় বাজে বিপত্তি, এরপর আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যিনি এসেছেন আবেদনকারীর সাথে তার কোনো মিল পাওয়া যায়নি। একে একে আটক হয় ২০ জন ভুয়া পরীক্ষার্থী, পুলিশের তথ্য মতে তারা হলেন, রংপুর জেলার মোহাম্মদ রুবেল (২৫), ফয়সাল মিয়া (৩২), রফিকুল ইসলাম, তারেক, মিঠু সরকার, কিশোরগঞ্জ জেলার মোহাম্মদ খলিল (২৩), মুজাহিদ (৩০), আমির আলী (৩২), বগুড়া জেলার মোহাম্মদ মামুনুর রশীদ (২৮), ইদ্রিস আলী (২৮), গাইবান্ধা জেলার মাজহারুল (২৯, আরশাদউজ্জান (৩২), সাহেদ জুয়েল (৩১) নেত্রকোনা, আরিফুর ইসলাম (৩৪) লালমনিরহাট, মোহাম্মদ মুসফিকুর (৩০) দিনাজপুর, আল আমিন (২৫) শরিয়তপুর, আমিনুল ইসলাম (২৯) দিনাজপুর, শেরপুর জেলার সুমন মিয়া, আকমল হোসেন রাজবাড়ী, মোহাম্মদ রাসেল বরগুনা জেলা, এরপর বেরিয়ে আসে একে একে মূল রহস্য, উপস্থিত অনেকেই জানিয়েছেন এরা ভয়ংকর একটা চক্র, এরা সাধারণত চাকরি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ২/৩ লাখ করে নিয়ে চাকরি দেয়ার চুক্তি করে, এরপর কারসাজি করে অভিজ্ঞ লোক দ্বারা পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নিশ্চিত করে। কিন্তু ফেনীতে সেই অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারেননি চক্রটি। সব ভুয়া পরীক্ষার্থীদের আটক করে ফেনী মডেল থানায় নেয়া হয় এবং তাদের বিরুদ্ধে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ