ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটালো এলাকাবাসী

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:২২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:২২:২৬ পূর্বাহ্ন
ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটালো এলাকাবাসী
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই উপজেলার পশ্চিম অঞ্চলের (কয়ড়া, উল্লাপাড়া, দুর্গানগর, মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, বাঙ্গালা, পূর্ণিমাগাঁতী) ইউনিয়নসহ প্রায় দশটি ইউনিয়নের লোকজন ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ আতঙ্ক। আতঙ্ক দুর করতে পরে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করে মডেল থানার ফেসবুকে স্ট্যাটাস দেয় পুলিশ। সারারাত চলে পুলিশ প্রশাসনের বিশেষ অভিযান।
উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার মো. আব্দুল মালেক এ ব্যাপারে জানান, গত শনিবার বাদ এশার পর গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় এলাকায় ডাকাত দল প্রবেশ করেছে, আপনারা সবাই সজাগ থাকবেন। এ ঘোষণায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উধুনিয়া ইউপি সদস্য আলামিন হোসেন বলেন, ‘রাত ৯ টার দিকে গ্রামের মসজিদের মাইকে আশেপাশে ডাকাত দল ঢুকেছে বলে ঘোষণা দেয়া হয়। পরে গ্রামবাসী রাত জেগে পাহারা বসায়।’
সদর ইউনিয়নের ভদ্রকোল জামে মসজিদের মুয়াজ্জিন শহীদ উদ্দিন জানান, ‘ গত শনিবার দিবাগত রাতে তার বাড়ীর আঙ্গিনার গোয়াল ঘর থেকে দু’টি গরু আনুমানিক আড়াই লাখ টাকা দামের চুরি হয়ে গেছে। সর্তক থেকেও সম্ভব হয়নি চুরি ঠেকানো। বর্তমানে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা গ্রামের কামাল হোসেন জানান, ‘ গত শনিবার রাতে দহপাড়া গ্রামের আব্দুস সালামের গোয়াল ঘর থেকে প্রায় দেড় লাখ টাকার একটি গরু চুরি হয়ে গেছে। ফরিদপুর গয়হাট্টার হাজী মোকছেদ আলীর ছেলে মনি জানান, গত শুক্রবার সকালে বোরকা পরিহিত ভিক্ষুক ভিক্ষা নিয়ে চলে যাবার পর থেকে বাড়ির সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে।
এ আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা এলাকায়। তারা ধারণা করছে, ঔ ভিক্ষুক খাবার পানিতে অচেতন ঔষধ মিশিয়ে দেয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উদ্যোত্তা রাসেদ আহমেদ জানান, ‘গত শনিবার বিকেলে প্রশাসন থেকে গ্রাম পুলিশকে এলাকার চুরি, চিনতাই ও ডাকাতি রোধে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন।’ উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ‘কিছু উৎসুক জনতা এ ধরনের গুজব ছড়িয়েছে। এ খবর পেয়ে আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অধিকসংখ্যক পুলিশ  মোতায়েন করেছি।’ উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ হাসনাত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবুও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ