ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সাংবাদিককে বিজয়ের উকিল নোটিশ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৩:৪১ অপরাহ্ন
সাংবাদিককে বিজয়ের উকিল নোটিশ
স্পোর্টস ডেস্ক
সম্প্রতি এনামুল হক বিজয় সহ কয়েক জন ক্রিকেটারকে ফিক্সিং কান্ডে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করা হয় একটি টেলিভিশন চ্যানেলে। অভিযোগ প্রমানিত হওয়ার আগেই এমন প্রতিবেদনে মানহানী হওয়ার কারণে উক্ত প্রতিবেদনের রিপোর্টারকে উকিল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। তাঁর পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। গত রোববার দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে বিষয়টি আরো পরিস্কার করেছেন। ভিডিওর ক্যাপশনে বিজয় লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি বিশেষ কারণে আমাকে কথা বলতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে। যা এতক্ষণে সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। এসব মনগড়া, ভিত্তিহীন সংবাদে আমিসহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি যে মিথ্যা সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছে। বিসিবির বিবৃতির পর আমার আসলে স্পষ্ট করার কিছু নেই, তবুও আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সততার কারণে আমি নিজে থেকে কিছু কথা বলতে এসেছি...।’ উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গে বিজয় বলেছেন, ‘৩-৪ দিন ধরে যা দেখে আসছি এটা আসলে কোনো প্লেয়ারের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এর মধ্যে মাসালা মিক্স করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকেই দিচ্ছি। যারা বাহবা দিয়েছেন, উকিল নোটিশ সবাই পাবেন।’ বিজয় আরো বলেন, ‘একটা শেষ কথা বলি কোনো প্লেয়ারের উপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে এটাকে আপনারা প্রমোট করেছে যা একবারেই কাম্য ছিল না। যারা এসব নিউজ করেছেন তারা আসলে ক্রিকেটের ভালো চায় না, বাংলাদেশের ক্রিকেটের ভালো চায় না। যারা আমাদের বিশ্বাস করে, ভালোবাসার মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সত্যটাকে প্রকাশ করেছে তাদেরকে ধন্যবাদ। গণমাধ্যমে যারা সত্য সংবাদ প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি কাল পরশুর মধ্যে এটা পেয়ে যাবেন এবং আমি এটা পাবলিকলি প্রকাশ করব।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ