ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

সিটির জালে আর্সেনাল গোল বন্যা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৩৪:৫৩ অপরাহ্ন
সিটির জালে আর্সেনাল গোল বন্যা
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছে না নিংসন্দেহে। তাই বলে এতটা খারাপ যাবে, তাও মেনে নিতে পারছেন না ভক্তরা। এই যেমন গত রোববার রাতে যে হতশ্রী খেলা খেলেছে ম্যানসিটি, তাতে হয়তো অনেক ভক্তের একবারের জন্যও মনে হয়নি, দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর্সেনাল পেপ গার্দিওলার দলকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। যেন এমিরেটস স্টেডিয়ামে গোলবন্যায়ই ভেসে গেছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে বিধ্বস্ত করে টেবিলটপার লিভারপুলের ওপর চাপ তৈরি করছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫০। অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ম্যানসিটি সেরা চারের মধ্যে থাকলে পয়েন্টে অনেক পিছিয়ে। যে কারণে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। ২৪ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৪১। ঘরের মাঠ এমরিটসে মাত্র ২ মিনিটে গোল পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে আরলিং হালান্ডের গোলে ১-১ সমতায় ফেরে ম্যানসিটি। সিনিয়র ক্যারিয়ারে এটি নরওয়েজিয়ান তারকার ২৫০তম গোল। ম্যানসিটি সমতায় ফেরার পর মনে হয়েছিল, শেষ পর্যন্ত এমিরেটসে দারুণ একটা লড়াই হবে। কিন্তু কিছুক্ষণ পরই যে ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে যাবে, তা হয়তো দর্শকরা ভাবেননি। হালান্ডের গোলের এক মিনিট পরই ফের গোল করে আর্সেনাল। এবার স্বাগতিকদের হয়ে গোল করেন থমাস পার্টি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। এরপর আর্সেনালের হয়ে গোল করেন মাইল লুইস স্কেলি (৬২ মিনিটে), কাই হ্যাভেরটর্জ (৭৬ মিনিটে) ও ইথান এনওয়ানেরি (৯৩ মিনিটে)। এতে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৫-১। শেষ বাঁশির আগ পর্যন্ত এই ফলাফলই বহাল থাকে। এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো আর্সেনাল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য