ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১০:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১০:০৪:১০ অপরাহ্ন
‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই
বিনোদন ডেস্ক
কোরিয়ান অভিনেত্রী লি জু-শিল, যিনি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন, তিনি আর নেই। ৮১ বছর বয়সী এই অভিনেত্রী রোববার দক্ষিণ কোরিয়ার উইজংবু শহরে তার পরিবারের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লি জু-শিলের মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, গত নভেম্বর মাসে পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ে এবং চিকিৎসা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। মাত্র তিন মাসের মধ্যে ক্যানসারের কারণে তাঁর মৃত্যু হলো। ১৯৬৪ সালে অভিনয় জীবন শুরু করা লি জু-শিল থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনে দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারিয়ার গড়েছিলেন। তাঁর অভিনয়ের বৈচিত্র্য এবং দক্ষতার জন্য তিনি দর্শক শ্রদ্ধা অর্জন করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত জম্বি থ্রিলার ‘ট্রেন টু বুসান’-এ তিনি সিওক-উর দাদীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা তাকে আরও পরিচিতি এনে দেয়। এছাড়া, তিনি ‘ডেথ অব এ সেলসম্যান’ ও ‘ম্যাকবেথ’ এর মতো প্রখ্যাত মঞ্চ নাটকে অভিনয় করে বড় নাম অর্জন করেছিলেন। তবে, তার জীবনের শেষ বড় কাজ ছিল ‘স্কুইড গেম’ সিরিজ, যেখানে তিনি পার্ক মাল-সুন চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজে তাকে পুলিশ অফিসার হোয়াং জুন-হোর মা এবং হোয়াং ইন-হো এর সৎ মায়ের চরিত্রে দেখা গেছে, যা তাকে আরও আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। অভিনেত্রীর শেষকৃত্য ৫ ফেব্রুয়ারি সিউলের শিনচন সেভেরেন্স হাসপাতালে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সহকর্মী এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর অবদান স্মরণ করেছেন। লী জু-শিলের মৃত্যু চলচ্চিত্র এবং থিয়েটারের জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে, তবে তাঁর কাজ এবং কৃতিত্বের মাধ্যমে তিনি দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য