ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০২:২৫:৩৪ অপরাহ্ন
ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট
আফজাল হোসেন, দিনাজপুর ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ইরি-বোরো ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গাড়ি ভাঙচুর ও মারপিট করে। খয়েরবাড়ী ইউপির আকিলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. মাহাবুব রশিদ (৪০)-এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ করে। গত রোববার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায়, জবেদ আলী, জাহান আলী, জামাত আলী, সাইফুল ইসলাম ও মফেল উদ্দীন নামীয় ব্যক্তিগণ খয়েরবাড়ী মৌজার ২২৮ দাগের ৫-এর ৬৩ শতক জমির মধ্যে ২ একর ৬৩ শতক জমিতে উল্লেখ্য ব্যক্তিরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এই জমি নিয়ে বিরোধ চলছে এবং আদালতে মামলা চলছে। গত রোববার দুপুর ১২টায় মো. মাহাবুব রশীদ ট্রাকটর দ্বারা জমি চাষ করে ইরি-বোরো ধান রোপণ শুরু করলে মো. সাইফুল ইসলাম (৩৫), জামাত আলী (৫৫), রফিকুল ইসলাম (৩২) উভয়ের পিতা মৃত জবেদ আলী, মফেল উদ্দীন (৫৬), পিতা মৃত জাহান আলী, মো. মোজাম্মেল হোসেন (৩৬). পিতা মৃত জাহান আলী, সোহেল রানা (২৫), পিতা মফেল উদ্দীন, সামিউল ইসলাম (২২), পিতা. সাইফুল ইসলাম সর্বসাং-খয়েরবাড়ী আকিলাপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর তারা দলবদ্ধ হয়ে ছোরা, কুড়াল, হাসুয়া, শাবল ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে ইরি বোরো ধান লাগাতে বাধা প্রদান করে। উল্লেখ্য ব্যক্তিদ্বয়ের মধ্যে সাইফুল ইসলামের হুকুমে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দ্বারা গাড়ি ভাঙচুর ও গাড়ির টায়ার কেটে দিয়ে মো. মাহাবুব রশীদ গংদের মারপিট শুরু করেন। এ সয়ম ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সাইফুল ইসলাম গংরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে দেশীয় দ্বারা অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। এই ঘটনায় গাড়িটির প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। অন্যদিকে মফেল উদ্দীন ও সোহেল রানা এবং সামিউল ইসলামরা মো. মাহাবুব রশীদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ির ক্ষতিসাধণ করে। এই ঘটনায় মাহাবুব রশিদ বাদী হয়ে ফুলবাড়ী থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মো. মাহাবুব রশীদ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ