ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন
লাখো মুসল্লির ইবাদতে মুখরিত তুরাগ তীর

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:২৩:৪৬ অপরাহ্ন
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
দেওয়ান রফিকুল ইসলাম মাখন, টঙ্গী (গাজীপুর) শূরায়ী নেজামের আয়োজনে গতকাল মঙ্গলবার টঙ্গীর তুরাগতীরে শীর্ষ মুরব্বিদের বয়ান, নফল ইবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির-আসকারের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত উপলক্ষে আগের মত যান চলাচল বন্ধ হবে না বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশী খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং করে জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান এসব কথা বলেন। জিএমপি কমিশনার বলেন, প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। আজ বুধবার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আগের সময়ের মত এবার আখেরি মোনাজাত উপলক্ষ্যে গণপরিবহন বন্ধ হবে না। গণপরিবহন সচল রাখতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের প্রতি আহবান জানান। একই সঙ্গে মোনাজাতের সময় মুসল্লিদের রাস্তায় বসে মোনাজাত না করার জন্য অনুরোধ করে পুলিশ কমিশনার বলেন, মোনাজাতের সময় গণপরিবহন সচল রাখতে রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে। তিনি বলেন, ইজতেমা ময়দানে অবস্থানরত বিদেশী মুসল্লিরা স্বস্থি প্রকাশ করেছেন। প্রথম ধাপের মতই দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতেও কোন ঝুঁকি নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতই আছে। সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিমির মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ৬ ফেব্রুয়ারী সন্ধ্যার মধ্যে শূরায়ি নেজাম প্রশাসনের নিকট ময়দান হস্তান্তর করবে। ৮ তারিখ সাদপন্থিদের ময়দান বুঝিয়ে দেয়া হবে। আশা করছি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী সাদপন্থিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব করবেন। এসময় শূরায়ি নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, সাদপন্থিরা ইজতেমার আগে ময়দান বুঝিয়ে নেয়ার সময় যে সকল জিনিস সরালে ক্ষতি হবে সেসব জিনিস সরানো হবে না। তবে সাদপন্থিরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। বয়ান: গতকাল মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। সকাল পৌনে ১০টায় তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল। বয়ানের মিম্বার থেকে ওলামায়ে কেরামের সাথে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। নামাযের মিম্বার থেকে মাদ্রাসার ত্বলাবাদের সাথে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ। বাদ যোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর যৌতুকবিহীন বিয়ে হয়। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাাহিম দেওলা। যৌতুকবিহীন বিয়ে: ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপেও যৌতুকবিহীন বিয়ের আসর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনে ২৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এনিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ জোড়া ও দ্বিতীয় ধাপে ২৩ জোড়াসহ মোট ৮৬ জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়েছে। শনিবার বাদ আসর ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়ান দিল্লির মাওলানা জুহায়েরুল হাসান। যৌতুকবিহীন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আরও এক মুসল্লির মৃত্যু: ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া মুসল্লি হলেন, গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে আমির শেখ (৬০)। এনিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে এই পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হল। শুরায়ী নেজামের অধীনে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে আজ ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য