ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন
সৌদি পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ
গাজীপুরের কালীগঞ্জ থানার দড়িসোম এলাকার বাসিন্দা মো. নাজমুল হক (৫৫) অভিযোগ করেছেন যে, দালাল মমিন ফকির তার ভাতিজা সোহেল রানা (২৩) কে সৌদি আরবে পাঠানোর কথা বলে।
৪ লক্ষ ৫০ হাজার টাকা নগদ ও পাসপোর্ট গ্রহণ করার পরও এক বছরের বেশি সময় ধরে তাকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়েছে। গত ১৫ জুন, ২৪ তারিখে মমিন  ফকিরের বাড়িতে গিয়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে মমিন  ফকির তাকে গালিগালাজ করে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নাজমুল হক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, দালাল মমিন ফকির ও তার দুই স্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, মমিন ফকির তিন বছর আগে সৌদি আরবে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের বিদেশে পাঠায়নি। এতে অনেক পরিবার ঋণের বোঝায় নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মমিন ফকির ও তার স্ত্রীরা আওয়ামী লীগ নেতাদের সহায়তায় তাদেরকে হুমকি দিত এবং টাকা ফেরত দিতে অস্বীকার করত। গতকাল ৭ ফেব্রুয়ারি, জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগীরা মানববন্ধন করে দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ দালাল মমিন ফকিরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগীরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে দালালকে গ্রেফতার এবং তাদের টাকা ফেরত দেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের কাছে জানান, তারা যেন এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রতারক দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তারা বলেন, এই প্রতারক দালালের স্থান জেলখানার চৌদ্দ শিকের মধ্যেই হওয়া উচিত। ভুক্তভোগীরা সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দালাল মমিন ফকিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এই ঘটনায় ভুক্তভোগীরা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ