ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

সড়কের ইট তুলে নিলো যুবদল নেতা

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৩:৫২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৩:৫২:৩৯ অপরাহ্ন
সড়কের ইট তুলে নিলো যুবদল নেতা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের দূর্যোগ ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্মাণাধীন সড়কের ৫ হাজার ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ফরাজীর বিরুদ্ধে। গত কয়েকদিন যাবত দিবালোকে প্রকাশ্য তিনি সড়কের ইট গুলো তুলে নেন। ইট তুলে নেয়ার সময় স্থানীয় বাসিন্ধারা বাধা দিলে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া ও মামলায় জড়ানোর হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও তার দাবি তিনি ঢালচর ইউনিয়নের প্রসাশক ঢালচর রেঞ্জ কর্মকর্তা মো. মাহিদুল ইসলামের অনুমোতি নিয়েই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় একটি মসজিদে দান করেছেন।
প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে পর্যটন দ্বীপ ঢালচরের মানুষ ও পর্যটকদের যাতায়তের সুবিধার জন্য ঢালচর বাজার থেকে আনন্দ বাজার ভায়া কোষ্ট অফিস সংলগ্ন এলাকায় দূর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি হেরিংবন সড়ক নির্মাণ করা হয়। তবে সড়কটি ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতিজোয়ারের প্রভাবে ওই সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই সড়কটি পূর্ণ মেরামতের জন্য প্রক্রিধীন রয়েছে বলে জানাগেছে। স্থানীয় সুত্রে জানাগেছে, সম্প্রতি সময়ে ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতিজোয়ারের প্রভাবে ওই সড়কটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এসুযোগে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের বসত ঘরে ব্যবহারের জন্য সড়কের ইটগুলো তুলে নেয়া শুরু করেন। সম্প্রতি সময়ে দিনের আলোতে প্রকাশ্য স্থানীয় যুবদলের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ফরাজী নিজের পারিবারিক কাজে ব্যবহারের জন্য সড়ক থেকে প্রায় ৫০০০ইট তুলে নিয়ে যান। স্থানীয়রা বাধা দিলেও কোন প্রতিকার হয়নি। উল্টো স্থানীয়দেরকে মামলায় হয়রানি ও বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেন ওই যুবদল নেতা। এতে থেমে যাননি ওই যুবদল নেতা মোক্তার ফরাজী। তিনি স্থানীয়দের বাধা উপেক্ষা করে সড়ক থেকে ইটগুলো তুলে নেন। এতে প্রায় তিনি ৫০০০ হাজার ইট তুলে নিয়ে গেছেন বলে স্থানীয়দের অভিযোগ। নিজের ক্ষমতার বলয়ে প্রভাব খাটিয়ে সড়কের ইট তুলে নেয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার বাসিন্ধাসহ ঘুরতে আসা পর্যটকরা। ইট তুলে নেয়ার ফলে ওই এলাকার মানুষের যাতায়াতের বিঘ্ন হচ্ছে। ভোগন্তিতে পড়েছে ওই গ্রামের কয়েকশ পরিবার। দ্রুত সময়ের মধ্যে সড়কটি পূর্ণনির্মাণ ও ওই যুবদল নেতার বিচারের দাবি জানান।
অভিযুক্ত যুবদল নেতা মোক্তার হোসেন জানান, জোয়ারের প্রভাবে সড়কটি ভেঙে যাওয়ায় তিনি সড়ক থেকে কিছু ইট তুলে নিয়ে একটি মসজিদে দান করেছেন। তিনি সরকারি সড়কের ইট তুলে নিয়ে মসজিদের দান করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি বলেন ক্ষমতা থাকলে সবই করা যায়। যত খুশি আপনারা লিখেন এতে আমার কিছুই হবে না।
ঢালচর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঢালচর রেঞ্জ কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম তার কাছ থেকে অনুমোতি নিয়ে ইট নেয়ার কথা অস্বীকার করে জানান, সরকারি সড়কের ইট নেয়ার অনুমোতি দেয়ার ক্ষমতা আমার নেই। সড়কের ইট তুলে নেয়ার বিষয়ে ওই যুবদল নেতার সাথে আমার কোন কথা হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলি উল্লাহ জানান, সরকারি সড়কের ইট তুলে নেয়ার বৈধতা করো নেই। আর সড়কের ইট তুলে নিয়ে কোন প্রতিষ্টানে দান করার তো কোন প্রশ্নই উঠেনা। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 
দক্ষিণ আইচা থানা বিএনপির একাংশের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক মাষ্টার বলেন, সরকারি সড়কের ইট তুলে নিয়ে কোথাও দান করা বা নিজের কাজে ব্যবহার করার করো বৈধতা নেই। আমাদের দলের কেউ যদি এমন অপকর্ম করে থাকে তাহালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, এ বিয়য়ে কেউ আমাকে জানায়নি। সড়কের ইট তুলে নেয়ার বৈধতা কারো নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত স্বাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য