ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি

পরিকল্পনা কমিশন সংস্কারে অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের ৭ সুপারিশ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০৪:০৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০৪:০৮:৩৪ অপরাহ্ন
পরিকল্পনা কমিশন সংস্কারে অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের ৭ সুপারিশ
পরিকল্পনা কমিশন সংস্কার চায় অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স। এক্ষেত্রে ৭ দফা সুপারিশ দেয়া হয়েছে। এতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি কার্যক্রমেরও সংস্কার করতে বলা হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ’ সংক্রান্ত টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেখানে এসব সুপারিশ দেয়া হয়েছে।
টাস্কফোর্সের প্রতিবেদনে দেখা যায়, পরিকল্পনা কমিশনকে একটি বাজেট-কেন্দ্রিক ইউনিট থেকে বের করে আনার কথা বলা হয়েছে। এর বিপরীতে একটি ব্যাপক পরিকল্পনা সংস্থায় রূপান্তরকরণ, অভিজ্ঞ ও সফল অবকাঠামো এবং ভূমি ব্যবহার পরিকল্পনাবিদদের অন্তর্ভূক্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনা কমিশনের কাঠামোগত সংস্কার জরুরি প্রয়োজন বলে মনে করছে টাস্কফোর্স।
এ বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএমএম) এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী বলেন, বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। সুতরাং আমাদেরও ধ্যান ধারনায় পরিবর্তন আনতে হবে। সে হিসেবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পনা কমিশন সংস্কার করতে হবে। এক্ষেত্রে টাস্কফোর্সের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি সংস্কারের মাধ্যমে পরিকল্পনা কমিশনকে গতানুগতিকতার বাইরে বের করে আনতে যা যা করা দরকার- তার সবই করা উচিত।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে-কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো: পরিকল্পনা কমিশনকে অবশ্যই বিশেষ দক্ষতার সঙ্গে প্রযুক্তিগত পেশাদারদের নিয়োগের মাধ্যমে এবং মূল অবকাঠামো মন্ত্রণালয়ের মধ্যে শক্তিশালী সেক্টরাল প্ল্যানিং বিভাগ স্থাপনের মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার করতে হবে।
লিভারেজ থিঙ্ক-ট্যাঙ্ক: অন্যান্য দেশের অনুকরণে বাংলাদেশেও তালিকাভুক্ত থিঙ্ক-ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে বাংলাদেশের জন্য জাতীয় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিকল্পনা কমিশনকে তৈরি করা দরকার। এক্ষেত্রে সমন্বিত মাল্টিমোডাল অবকাঠামো উন্নয়ন মাস্টার প্ল্যান প্রস্তুত ও আপডেট করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
সেক্টরাল প্ল্যানের কাস্টোডিয়ান: পরিকল্পনা কমিশনকে সমস্ত সেক্টরাল মাস্টার প্ল্যানের জন্য অভিভাবকের ভূমিকা গ্রহণ করা উচিত। একটি ব্যাপক, কৌশলগত এবং সমন্বিত মাল্টিমডাল মাস্টার প্ল্যানের সঙ্গে সমন্বয় ও যোগসূত্র নিশ্চিত করা দরকার।
জাতীয় প্রকল্প ড্যাশবোর্ড তৈরি: পরিকল্পনা কমিশনে একটি ড্যাশবোর্ড তৈরি করা প্রয়োজন। এই ড্যাশবোর্ডে দেশের সব প্রকল্পের তালিকা এবং আপডেট থাকবে। পাশাপাশি পরিকল্পনা এবং আর্থ-সামাজিক পরামিতি, ঐতিহাসিক বর্ণনামূলক ডেটা বেনিফিট মনিটাইজেশন ফ্যাক্টর, ইত্যাদি, পুনরুৎপাদনযোগ্য সম্ভাব্যতা অধ্যয়নের ফলাফলসহ প্রাসঙ্গিক সব কিছুই থাকবে। যাতে ভবিষ্যতে যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে এই ড্যাশবোর্ডের তথ্য যাচাই বাছাই করা সম্ভব হয়।
একটি কার্যকর ওয়েবসাইট তৈরি: প্রকল্প-সম্পর্কিত তথ্য প্রচারের জন্য একটি অফিশিয়াল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে হবে। এতে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে।
স্টাফিং প্যাটার্ন পুনর্গঠন: সফল আন্তর্জাতিক মডেলগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিগত পেশাদারদের অনুপাত ৮৫ শতাংশের উপরে বৃদ্ধি করা দরকার। এজন্য বর্তমান যে অর্গানোগ্রাম আছে সেটিতেও সংস্কার করতে হবে।
বৈশ্বিক সর্বোত্তম অনুশীলনের উপর ভিত্তি করে সংস্কার বাস্তবায়ন: অভ্যন্তরীণভাবে সংস্কারের উদ্যোগগুলি চালান। তবে সফল প্রমাণিত বৈশ্বিক পদ্ধতি অনুসরণ করা দরকার। অনুমোদিত পেশাদার সংস্থাগুলোকে পরিকল্পনা কমিশনের কাজের সঙ্গে জড়িত করা প্রয়োজন।
সূত্র জানায়, প্রাপ্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সব জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করারই বর্তমান পরিকল্পনা কমিশনের মূল লক্ষ্য। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ-১৫ অনুযায়ী পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের সব অঞ্চলের সব নাগরিকের দ্রুত জীবনমান উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটি সঠিকভাবে করতে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি গঠন করা হয় ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’। এই কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান এবং তিন জন সদস্য নিয়ে। পরিকল্পনামন্ত্রী পদাধিকার বলেই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। দৈন্দদিন কার্যক্রম পরিচালনা এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগের জন্য মন্ত্রীর পদ মর্যাদায় একজন ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করা হয়। সদস্যরা ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায়। তখন সচিব পদমর্যাদায় প্রধানদের দিয়ে ১০টি বিভাগ তৈরি করা হয়েছিল। পরে কিছুটা সংস্কারের মাধ্যমে বর্তমানে চারটি বিভাগ তৈরি করা হয়। এছাড়া বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) পরিকল্পনা মন্ত্রণালয়ের, অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) অর্থ মন্ত্রণালয়ের এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স