ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু

বোতল দিয়ে ঘর তৈরি করে বাবার স্বপ্নপূরণ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
বোতল দিয়ে ঘর তৈরি করে বাবার স্বপ্নপূরণ
এ কে আজাদ, চাঁদপুর
বাবার স্বপ্ন ছিল দোতলা একটি ইটের বাড়ি করার, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা করতে পারেননি দেলোয়ার। তবে, মানুষের ব্যবহার করা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ঘর তৈরি করছেন দেলোয়ার।  চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে দেলোয়ার।  স্থানীয়রা তার এই কর্ম কাণ্ড দেখে প্রথমদিকে হাস্যরস করলেও এখন প্রতিদিনই তার তৈরি বোতলের ঘর দেখতে ছুটে আসছেন মানুষ। স্থানীয়রা জানায়, অটোরিকশা চালিয়ে সংসার চালান দেলোয়ার। পাশাপাশি শুরু করেছেন ভাঙারি ব্যবসা। ইউটিউবের মাধ্যমে জানতে পারেন বোতল দিয়ে ঘর বানানো যায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ৪০ হাজার বোতল সংগ্রহ করে ঘর নির্মাণ শুরু করেন।
বর্তমানে ঘরটি দৃশ্যমান হওয়ার পথে। মাটি বালি আর সিমেন্ট মিশিয়ে দুই কক্ষ, একটি রান্নাঘর ও বারান্দা নিয়ে কাজ শুরু করেন দেলোয়ার। তিনি বলছেন, ঘরটি নির্মাণে খরচ হবে দুই থেকে আড়াই লাখ টাকা। দেলোয়ার জানান, আমার বাবার স্বপ্ন ছিল একটি দোতলা বাড়ি করার। গরিব হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আমার বাবার সেই স্বপ্ন পূরণে একতলা একটি বাড়ি করছি। কিছুদিনের মধ্যে আমার বাড়ির কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, প্রথমে লোকজন বিষয়টি হাস্যরস করলেও এখন আমার বাড়ি দেখার জন্য দূরদূরান্ত  থেকেও মানুষ আসছে। সুযোগ এবং সহযোগিতা পেলে এর চেয়ে আরও চমৎকার করে আমি বাড়ি বানাতে পারবো। স্থানীয় বাবুল পাটওয়ারী বলেন, দেলোয়ারের বোতলের তৈরি ঘর দেখে আমরা অবাক হয়েছি। চমৎকার করে ঘরটি বানিয়েছে সে। কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে। দেলোয়ারের মা বলেন, ছেলের বাবার স্বপ্ন ছিল একটি দোতালা বাড়ি নির্মাণ করবে। কিন্তু অর্থাভাবে  সেটা সম্ভব হয়ে ওঠেনি। তার বাবার সেই স্বপ্ন পূরণে আমার ছেলে বোতল দিয়ে বাড়ি তৈরি করছে। এখানেও অনেক টাকা খরচ হচ্ছে। সবার সহযোগিতা পেলে আমার ছেলের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হবে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান দৈনিক জনতাকে বলেন, পরিবেশবান্ধব বাড়ি তৈরি করছে; বিষয়টি শুনে আমার ভালো লাগছে। পরিকল্পনার মাধ্যমে করলে বাড়িটি দীর্ঘস্থায়ী হবে এবং অন্যান্যরা উৎসাহিত হবে বলে আশা করছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ