ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

বোতল দিয়ে ঘর তৈরি করে বাবার স্বপ্নপূরণ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
বোতল দিয়ে ঘর তৈরি করে বাবার স্বপ্নপূরণ
এ কে আজাদ, চাঁদপুর
বাবার স্বপ্ন ছিল দোতলা একটি ইটের বাড়ি করার, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা করতে পারেননি দেলোয়ার। তবে, মানুষের ব্যবহার করা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে ঘর তৈরি করছেন দেলোয়ার।  চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে দেলোয়ার।  স্থানীয়রা তার এই কর্ম কাণ্ড দেখে প্রথমদিকে হাস্যরস করলেও এখন প্রতিদিনই তার তৈরি বোতলের ঘর দেখতে ছুটে আসছেন মানুষ। স্থানীয়রা জানায়, অটোরিকশা চালিয়ে সংসার চালান দেলোয়ার। পাশাপাশি শুরু করেছেন ভাঙারি ব্যবসা। ইউটিউবের মাধ্যমে জানতে পারেন বোতল দিয়ে ঘর বানানো যায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ৪০ হাজার বোতল সংগ্রহ করে ঘর নির্মাণ শুরু করেন।
বর্তমানে ঘরটি দৃশ্যমান হওয়ার পথে। মাটি বালি আর সিমেন্ট মিশিয়ে দুই কক্ষ, একটি রান্নাঘর ও বারান্দা নিয়ে কাজ শুরু করেন দেলোয়ার। তিনি বলছেন, ঘরটি নির্মাণে খরচ হবে দুই থেকে আড়াই লাখ টাকা। দেলোয়ার জানান, আমার বাবার স্বপ্ন ছিল একটি দোতলা বাড়ি করার। গরিব হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আমার বাবার সেই স্বপ্ন পূরণে একতলা একটি বাড়ি করছি। কিছুদিনের মধ্যে আমার বাড়ির কাজ শেষ হবে।
তিনি আরো বলেন, প্রথমে লোকজন বিষয়টি হাস্যরস করলেও এখন আমার বাড়ি দেখার জন্য দূরদূরান্ত  থেকেও মানুষ আসছে। সুযোগ এবং সহযোগিতা পেলে এর চেয়ে আরও চমৎকার করে আমি বাড়ি বানাতে পারবো। স্থানীয় বাবুল পাটওয়ারী বলেন, দেলোয়ারের বোতলের তৈরি ঘর দেখে আমরা অবাক হয়েছি। চমৎকার করে ঘরটি বানিয়েছে সে। কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে। দেলোয়ারের মা বলেন, ছেলের বাবার স্বপ্ন ছিল একটি দোতালা বাড়ি নির্মাণ করবে। কিন্তু অর্থাভাবে  সেটা সম্ভব হয়ে ওঠেনি। তার বাবার সেই স্বপ্ন পূরণে আমার ছেলে বোতল দিয়ে বাড়ি তৈরি করছে। এখানেও অনেক টাকা খরচ হচ্ছে। সবার সহযোগিতা পেলে আমার ছেলের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হবে। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান দৈনিক জনতাকে বলেন, পরিবেশবান্ধব বাড়ি তৈরি করছে; বিষয়টি শুনে আমার ভালো লাগছে। পরিকল্পনার মাধ্যমে করলে বাড়িটি দীর্ঘস্থায়ী হবে এবং অন্যান্যরা উৎসাহিত হবে বলে আশা করছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ