ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চাকরি ফিরে পাচ্ছেন ১,৫২২ পুলিশ সদস্য

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৩:০০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৩:০০:২৩ অপরাহ্ন
চাকরি ফিরে পাচ্ছেন ১,৫২২ পুলিশ সদস্য
আপিল ট্রাইব্যুনালে জেতার পর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য তাদের চাকরি ফিরে পেতে যাচ্ছেন। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের জন্য ১,৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন-পুলিশ সদস্য রয়েছেন। চাকরি হারানো পুলিশ সদস্যদের পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য ২০২৪ সালের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যেসব পুলিশ সদস্য আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের চাকরিতে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি আইনি কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। এছাড়া, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে, তাদের পুনর্বহালের বিষয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। ২৯ জানুয়ারি তারা পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে নির্বাহী আদেশে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, সামান্য কারণে বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ এবং ছুটির জন্য তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে হাজারো পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। পুনর্বহালের প্রক্রিয়া সম্পন্ন হলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনরায় তাদের দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ