ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত আজকে

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৭:৪৩:৪৯ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর খেলা নিয়ে সিদ্ধান্ত আজকে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের তারকা বোলার জাসপ্রীত বুমরাহকে নিয়ে বিপাকে আছে ভারত। টানা খেলার ধকল সামলাতে গিয়ে সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে চোটে পড়েন বুমরাহ। তখন থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। এর আগে ইংল্যান্ড সিরিজে একটি ম্যাচে খেলার কথা ছিল তার। তবে প্রক্রিয়া মেনে ঠিকঠাক সময়মতো বুমরাহ সেরে উঠতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহর ব্যাপারে সিদ্ধান্ত আসবে আজ মঙ্গলবার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন আজ। ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই এর সেন্টার অব এক্সিলেন্সে ব্যাঙ্গালুরুতে বুমরাহর পিঠের স্ক্যান করানো হয়েছে। বিসিসিআই এর মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে বুমরাহর ফিটনেসের ব্যাপারে আপডেট দিবে মেডিকেল দল। ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আহমেদাবাদে তাকে পাওয়ার আশা থাকলেও আহমেদাবাদে না গিয়ে স্ক্যান করানোর জন্য ব্যাঙ্গালুরুতে যেতে হয়েছে বুমরাহকে। সেই স্ক্যানের রিপোর্টের উপরই এখন নির্ভর করছে সবকিছু। ক্রিকইনফো জানিয়েছে, বুমরাহকে যদি একদম পাওয়াই না যায়, সেক্ষেত্রে হার্শিত রানাকে বদলি হিসেবে দলে নেবে ভারত। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেছেন রানা। তবে যদি টুর্নামেন্টের শেষ অংশে বুমরাহকে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে তখন তাকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে ভারত। চূড়ান্ত দল ঘোষণার পর দলে পরিবর্তন আনতে আইসিসির অনুমতি লাগবে ভারতের। যদি বুমরাহ চোট থেকে সেরে উঠতে না পারেন সেক্ষেত্রে বদলি হিসেবে অন্য কাউকে নেওয়ার জন্য আইসিসির অনুমতি পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। টুর্নামেন্টের মূল আয়োজক বাংলাদেশ হলেও হাইব্রিড মডেলে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ