ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে জয়ার নতুন সিনেমা সবাইকে কেন সতর্ক করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান? আবারও রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ভাঙন বিএনপির ভরসার কেন্দ্রবিন্দুতে আপসহীন খালেদা জিয়া ডেঙ্গু আতঙ্কে নগরবাসী জুলাই সনদ ও ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে : নাহিদ ইসলাম বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ২ জন নিহত ডিএসসিসির পরিবহন ব্যবস্থাপনায় ২ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রানওয়েতে স্কুলের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে-স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল দেশকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান-ফখরুল রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

ঠাকুরগাঁও বিশেষ অভিযানে আ’লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১০:২১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১০:২১:৩০ অপরাহ্ন
ঠাকুরগাঁও বিশেষ অভিযানে আ’লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার মধ্যরাতে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. শামছুল হক (৫০)। দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শাহাদৎ আলী (৪৭)। দানার হাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. মেহেদী হাসান (২৫)। হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আব্দুল আউয়াল (৫২)। তিনি ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। পীরগঞ্জ থানা-পীরগঞ্জের পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০)। সনগাঁও গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. সাগর আলী (২২)।
বর্তমানে জয় বাংলা (মোড়) এলাকায় বসবাস করছেন। রুহিয়া থানা-রুহিয়ার আসাননগর গ্রামের মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে মো. তাহেরুল ইসলাম (৪৮)। তিনি ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সদস্য। কশালগাঁও গ্রামের মো. অসিব উদ্দিনের ছেলে মো. সাদেকুল ইসলাম (৪০)। তিনি ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সদস্য।
রানীশংকৈল থানা-রানীশংকৈল কলেজপাড়া বন্দর গ্রামের বিষু বসাকের ছেলে মো. স্বাধীন বসাক (৩০)। দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৪০)। বালিয়াডাঙ্গী থানা-বালিয়াডাঙ্গীর বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সাজিদুর রহমান (সাজিদ) (৩৬)। বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জয়নুল হক (৪৩)। তিনি ৮নং বড়বাড়ী ইউনিয়নের সদস্য।
মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো. শাহেদ আলী (৫৫)। তিনি ৭নং আমজানখোর ইউনিয়নের সদস্য। বোবরা গ্রামের মো. শামসুদ্দিন মিয়ার ছেলে মো. জিন্নাহ আলী (৩৬)। বড়বাড়ী (বুধু মেম্বার পাড়া) গ্রামের মো. রশিদুল হকের ছেলে মো. মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেগুলো তদন্তের আওতায় রয়েছে।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য