ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০৫:১৭ অপরাহ্ন
বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়, যা বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে সাময়িক বিরতি নিয়ে এবার ‘বর্ডার টু’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। শুটিংয়ের মাঝেই হঠাৎ ক্ষতবিক্ষত হাতের ছবি পোস্ট করলেন অভিনেতা। হঠাৎ কী হলো তার? অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ সিনেমার শুটিং চলছে উত্তরপ্রদেশে। আপাতত সেখানেই রয়েছে গোটা টিম। শুটিংয়ের মাঝেই আচমকা নিজের ক্ষতবিক্ষত হাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেতা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন-এই সপ্তাহের অনেক আঘাতের মধ্যে খুব কম। যুদ্ধ সহজ নয়। বরুণের পোস্ট দেখলেই বোঝা যায় যে, সিনেমার শুটিং একেবারেই আরামদায়ক হচ্ছে না। যেহেতু এটি একটি দেশপ্রেমের গল্প, তাই সৈনিকের চরিত্রে অভিনয় করার জন্য কিছুটা ঘাম যে ঝরাতেই হবে তা বলাই বাহুল্য। কর্মজীবনে এই প্রথমবার কোনো সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন বরুণ। বরুণ যে নিজের চরিত্র নিয়ে ভীষণ গর্বিত তা তার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। কিছু দিন আগেই একটি ছবি তিনি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গেছে-ভারতের পতাকা হাতে নিয়ে সামরিক যুদ্ধ ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশন লিখেছেন-এই প্রজাতন্ত্র দিবসে আসুন ঐক্যবদ্ধ হই। জয় হিন্দ। এর আগে গত ১৬ জানুয়ারি ঝাঁসিতে প্রথম শুটিং শুরু হয় এই সিনেমার। প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি পোস্ট করা হয়েছিল নির্মাতাদের তরফ থেকে, যেখানে প্রযোজক ভুষণ কুমার, নিধি দত্ত, সহ-প্রযোজক শিব চানানা, পরিচালক অনুরাগ সিংয়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় বরুণকে। উল্লেখ্য, সিনেমাটি ১৯৯৭ সালের বর্ডার সিনেমার সিক্যুয়েল হতে চলেছে। এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করবেন সানি দেওল, দিলজিত দোসাঞ্জ, অহন শেট্টি। ঝাঁসির প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমার গল্পের মূল আকর্ষণ সিনেমার চিত্রনাট্য ও অ্যাকশন। সিনেমাটি ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাওয়ার কথা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ