ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০৬:০২ অপরাহ্ন
দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম
শ্রোতা-দর্শকদের ওপর মেজাজ হারালেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কলকাতায় একটি কনসার্টে গান গাওয়ার সময় তিনি এ কথা বলেন। কনসার্ট চলাকালে দর্শকদের উপর চটে যান এ গায়ক। গত রোববার এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কলকাতায় দীর্ঘ সময়ের ব্যবধানে কনসার্ট করলেন সোনু নিগম। তার গান শুনতে শ্রোতা-দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কনসার্ট চলাকালে দর্শকদের একাংশ উঠে দাঁড়ালে গায়ক চটে যান। সেই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য নিজেই দায়িত্ব নিয়ে নেন। মাইক হাতে রীতিমতো দর্শকদের কড়া ভাষায় কথা শুনিয়েছেন। কলকাতার এ কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে সোনুকে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে ইঙ্গিত করে বলতে দেখা গেছে, ‘আপনি যদি সত্যিই দাঁড়াতে চান তবে নির্বাচনে দাঁড়ান! দয়া করে বসুন। আমার সময় নষ্ট হচ্ছে। কাট অফ টাইম চলে আসবে’। এরপরও কেউ কথা না শুনলে চিৎকার করে গায়ক বলেন, ‘দ্রু বসো, বেরিয়ে যাও, জায়গা খালি করো। এই জায়গাটা সম্পূর্ণ খালি করে দাও’। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন অনুরাগী সোনুর পক্ষে দাঁড়িয়েছেন। তারা মন্তব্য করে লিখেছেন, যাদের অনেকেই ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। কনসার্টে দুর্বল ব্যবস্থাপনার সমালোচনা করে একজন মন্তব্য করেছেন, ‘এটা এতটাই ন্যক্কারজনক ছিল যে আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার কারণে সোনু স্যারকে নিজেই হস্তক্ষেপ করতে হয়েছিল। খুবই লজ্জাজনক।’ আরেকজন মন্তব্য করেন, ‘আসলে তাকে নিজেই ভিড় ও নিরাপত্তার দায়িত্ব সামলাতে হয়েছে। কারণ ব্যবস্থাপনা ছিল খুবই দুর্বল।’ অন্য একজন লিখেছেন, ‘সোনু বাধ্য হয়ে এটা করেছেন কারণ তিনি জানেন এই ধরনের ব্যবস্থাপনা ও নিরাপত্তার কারণে কণ্ঠশিল্পী কেকের সঙ্গে কী ঘটেছিল। আত্মনিরাপত্তার জন্য অনুষ্ঠান চালানোর সময় সবাইকে এটাই করতে হবে’। ২০২২ সালের জুন মাসে নজরুল মঞ্চে পারফর্ম করার সময় কেকে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়। যদিও সোনুর এটি ছিল উন্মুক্ত কনসার্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স