ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

কিংসের অপেক্ষা ফুরানোর পালা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন
কিংসের অপেক্ষা ফুরানোর পালা কিংসের অপেক্ষা ফুরানোর পালা

স্পোর্টস ডেস্ক
আবির্ভাবের পর থেকেই বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্যমাঠ কিংবা মাঠের বাইরে, পেশাদার লিগের অন্য ক্লাবগুলো ছুঁতে পারছে না কিংসকেসেরা নৈপুণ্যে নিজেদের নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেতাতে মিলছে একের পর এক সাফল্যকিন্তু অধরা হয়ে আছে ঘরোয়া শিরোপার মর্যাদার ট্রেবলজয় করাএক মৌসুমে কখনোই প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলা হয়নি কিংসের
এবার সেই অপেক্ষা ঘোচানোর পালা তাদেরস্বাধীনতা কাপের পর প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে এখন ফেডারেশন কাপ ঘিরে সব মনোযোগ বসুন্ধরা কিংসেরআজ মঙ্গলবার ফেড কাপের সেমিফাইনালে কিংসের প্রতিপক্ষ আবাহনীফাইনালে যেতে পারলে তাদের প্রতিপক্ষ হবে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান।  ২০১৮ সালে শীর্ষ ফুটবলে উঠে আসার পর প্রথম টুর্নামেন্টে ফেডারেশন কাপের ফাইনালে খেললেও রানার্স-আপ হতে হয় কিংসকেফাইনালে হেরে যায় আবাহনীর কাছেতবে মৌসুমের বাকি দুই প্রতিযোগিতায় বাজিমাত করে দলটিস্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্কার ব্রুজোনের দলআর আধিপত্য দেখিয়ে প্রথম লিগ শিরোপা ঘরে তোলে
পরের মৌসুমে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংসকরোনার কারণে লিগ বাতিল ঘোষণা করা হয়২০২০-২১ মৌসুমে লিগের পাশাপাশি ফেডারেশন কাপের শিরোপা জিতে কিংসএবার স্বাধীনতা কাপ মাঠে গড়ায়নিপরের বছর স্বাধীনতা কাপে রানার্স আপ হলেও ফেড কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়লিগে অবশ্য দাপট ছিল কিংসেরই, জয় করে হ্যাটট্রিক লিগ শিরোপাগত মৌসুমে স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করা কিংস লিগ শিরোপাও জিতে নেয়
তবে আটকে যায় ফেডারেশন কাপেবিদায় নেয় সেমিফাইনাল থেকেঅপেক্ষা ফুরিয়ে এবার তাই ট্রেবল জয়ের উৎসব করতে চায় কিংসতবে কাজটা যে সহজ নয় সে কথা মনে করিয়ে দিলেন কিংস কোচ অস্কার ব্রুজোন,’ম্যাচের পর ম্যাচ চেষ্টা করে যেতে হবেদলের পরিশ্রম, ত্যাগ, ধৈর্য এবং একতার ফল হিসেবে আমরা ট্রেবল জিততে পারিকিন্তু এই পথ সহজ নয়
বড় দুটি দলকে হারিয়ে তা করতে হবে আমাদেরদেশের ফুটবল পেশাদার যুগে পা দেওয়ার পর একটি ক্লাবেরই ট্রেবল জয়ের কীর্তি আছে২০১২-১৩ মৌসুমে মারুফুল হকের অধীনে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্রদ্বিতীয় ক্লাব হিসেবে এই কীর্তিতে নাম লেখাতে হলে কিংসকে জিততে হবে আর দুটি ম্যাচ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য