ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পিছিয়ে গেলো আইপিএল

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন
পিছিয়ে গেলো আইপিএল
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের আসন্ন মৌসুম। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। আগে জানা গিয়েছিল, ২১ মার্চ শুরু হবে আইপিএল। তবে এবার ক্রিকইনফো জানিয়েছে, এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। রীতি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনসে। উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ক্রিকইনফো আরও জানিয়েছে, গত আসরের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ ২৩ মার্চ বিকালের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। একই দিন রাতের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদ এবং চেন্নাই। ২৫ মার্চ মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। ৯ মার্চ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ১২ দিন পরেই মাঠে গড়াবে আইপিএল। ১০ দলের টুর্নামেন্টে ভেন্যু থাকছে ১২টি। ১০ দলের ১০ হোম ভেন্যুর পাশাপাশি খেলা হবে গোয়াহাটি (রাজস্থানের দ্বিতীয় হোম ভেন্যু) এবং ধর্মশালাতে (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম ভেন্যু)। কেকেআর এবং আরসিবি দুই দলই দুই নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামতে যাচ্ছে। ফাফ ডু প্লেসি নতুন ঠিকানায় চলে যাওয়ার পর রজত পতিদারকে অধিনায়ক করেছে আরসিবি। অন্যদিকে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ধরে রাখেনি কেকেআর। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি তারা। আইয়ারকে দলে ভিড়িয়ে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাঞ্জাব কিংস, সাথে নতুন প্রধান কোচ করা হয়েছে রিকি পন্টিংকে। ৭ হোম ম্যাচের মধ্যে ৩টি ধর্মশালাতে খেলবে পাঞ্জাব, বাকি ৪টি পাঞ্জাবের মুল্লানপুরে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ