ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় বৃদ্ধ বাবার আত্মসমর্পণ বৈশাখের প্রচণ্ড তাপদাহে সুজানগরে তালের পাখার কদর বাড়ছে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য ধানের ‘গোলাঘর’ কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে তিনজনকে জরিমানা শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ জব্দ শ্রীমঙ্গলে আউশ প্রণোদনা পেলেন ৩১৫০ জন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা পাঁচ কিলোমিটার সড়কে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ অস্ত্র দিয়ে ডাকাত তকমা, জনতার রোষানল থেকে বাঁচালো নৌবাহিনী নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ফুটপাতে বছরের পর বছর দিন কাটে যাদের কক্সবাজার জেলার ১৭ পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ এবার বৃষ্টির প্রবণতা বেশি গ্রীষ্ম কাটবে স্বস্তিতে আ’লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ১৩ টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ গারো পাহাড়ের সবুজায়ন বেড়েছে বন্য হাতির সংখ্যা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে
খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে ১০.২২ শতাংশ, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি, মূল্যস্ফীতির হার বেড়েছে আয় বাড়েনি

বেড়েই চলেছে খাদ্যে মূল্যস্ফীতি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৪ ১০:২০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৪ ১০:২০:৪১ অপরাহ্ন
বেড়েই চলেছে খাদ্যে মূল্যস্ফীতি রত্যেক পণ্যের দাম ছাড়িয়েছে আকাশচুম্বী। চাল, ডাল, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাতীয় ও অন্যান্য খাদ্যসামগ্রী কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারা
লাগামহীনভাবে বেড়েই চলেছে মূল্যস্ফীতির হারপ্রত্যেক পণ্যের দাম ছাড়িয়েছে আকাশচুম্বীচাল, ডাল, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাতীয় ও অন্যান্য খাদ্যসামগ্রী কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারাগত একমাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি আবার বেড়েছেসবশেষ গত এপ্রিল মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২২ শতাংশে উঠেছেএর আগের মাস মার্চে এ হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশএরও আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশঅর্থাৎ, চার মাস পর খাদ্য মূল্যস্ফীতি আবার ১০ শতাংশ ছাড়ালোতবে মূল্যস্ফীতির হার শহরের চেয়ে গ্রামে বেশিসাধারণ, খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে শহরের চেয়ে গ্রামের মানুষ বেশি চাপে আছেএকই সঙ্গে যেভাবে মূল্যস্ফীতির হার বেড়েছে সেভাবে মানুষের আয় বাড়েনিগতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এতথ্য প্রকাশ করেছে
জানা গেছে, গত এপ্রিল মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে; গত মাসে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৪ শতাংশএর আগে মার্চ মাসে যা ছিল ৯ দশমিক ৬৪ শতাংশগত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে; আগের মাস মার্চে এ হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশবিবিএস প্রকাশিত তথ্যে দেখা গেছে, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশিএপ্রিলে শহরে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৬ শতাংশ, অথচ গ্রামে এ হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশগ্রামে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ২৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৬০ শতাংশ
অন্যদিকে, শহরে সাধারণ মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৬ শতাংশশহরে খাদ্যখাতে ১০ দশমিক ১৯ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ০১ শতাংশশহরের তুলনায় গ্রামে সব খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছেবিবিএস বলছে, যেখানে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ, সেখানে মজুরি সূচক বেড়ে মাত্র ৭ দশমিক ৮৫ শতাংশ হয়েছেতার মানে সংসারের খরচ মেটাতে ধারদেনা করতে হচ্ছেকৃষিতে ৮ দশমিক ২৫, শিল্প খাতে ৭ দশমিক ৩৬ ও সেবা খাতে মজুরি সূচক ৮ দশমিক ৪৫ শতাংশকোনো খাতেই ৯ শতাংশের ওপরে মজুরি নেই, অথচ সাধারণ মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছিকনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছেতবে বিবিএসের প্রকাশিত খাদ্যপণ্যসহ সার্বিক মূল্যস্ফীতির হিসাবেও প্রকৃত বাস্তবতা উঠে আসেনিকারণ কয়েক মাস ধরে কখনও কাঁচামরিচ, কখনও আদা, রসুন, পেঁয়াজ কিংবা ডিমের বাজারে অরাজকতা লেগেই রয়েছেব্যবসায়ীদের অতি মুনাফার ফাঁদে পড়তে হচ্ছে সাধারণ ভোক্তারা
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স