ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

সিরিজে সমতায় ফিরলো আইরিশরা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:১১ অপরাহ্ন
সিরিজে সমতায় ফিরলো আইরিশরা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরালো আইরিশরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৪৫ রান তুলে থেমেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন ওয়েসলি মাদেভেরে। এছাড়া ফিফটি হাঁকিয়েছেন সিকান্দার রাজাও। ৭৫ বলে ৫৮ রান করেন রাজা। শেষ দিকে ৩৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ওয়েলিংটন মাসাকাদজা। আয়ারল্যান্ডের হয়ে ৪ উইকেট তুলেছেন মার্ক অ্যাডায়ার। ৩ উইকেট শিকার করেন কার্টিস ক্যাম্ফার। জবাব দিতে নেমে শুরুতেই অ্যান্ডি বালবির্নিকে হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। তবে পরিস্থিতি শক্ত হাতে সামাল দেন অধিনায়ক পল স্টার্লিং এবং কার্টিস ক্যাম্ফার। দুজনের দারুণ জুটির ফলে জয়ের ভীত গড়ে ফেলে আয়ারল্যান্ড। ফিফটি হাঁকিয়েছেন দুজনই। সেঞ্চুরির পথে ছিলেন স্টার্লিং। তবে ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ক্যাম্ফার আউট হয়েছেন ফিফটির একটু পর। ৯৪ বলে ৬৩ রান করে বিদায় নিয়েছেন ক্যাম্ফার। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ১৪৪ রান। স্টার্লিং আউট হন ১০২ বলে ৮৯ রান করে। শেষ দিকে জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন জর্জ ডকরেল এবং লরকান টাকার। ৮ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় আয়ারল্যান্ড। ৪৮ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন টাকার। ২০ বলে ২০ রান করে টিকে ছিলেন ডকরেল। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট তুলেছেন ট্রেভর গুয়ান্দু। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আজ মঙ্গলবার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ