ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
চ্যাম্পিয়ন্স ট্রফি

আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:৩২:৪১ অপরাহ্ন
আফগানিস্তানকে নিয়ে আশাবাদী সরফরাজ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর অপেক্ষা আর কয়েক ঘন্টার। আটদলের শ্রেষ্ঠত্ব লড়াই শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। এই পাকিস্তানি ক্রিকেটার বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট। আট বছর আগে সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ছিলেন সরফরাজ আহমেদ। এবার চ্যাম্পিয়নস ট্রফির চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন তিনি। চার দলের নাম বললেও বাকি চার দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন এই ক্রিকেটার। সরফরাজ বলেন, ‘‘যদি আমাকে সেমিফাইনালের জন্য চার দলকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে এই তালিকায় রাখবো। কিন্তু অন্য কোনও দলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’’ আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে সরফরাজ বলেন, ‘‘যে কোনও দল এটা জিততে পারে। আমি বিশ্বাস করি আফগানিস্তানের ভালো একটা দল আছে। ভালো কয়েকজন স্পিনার তাদের আছে, এই ধরনের কন্ডিশনে জিততে হলে সেটা আপনার প্রয়োজন হবে।’’ অনেক বছর পর ঘরের মাঠে কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। গত আসরের চ্যাম্পিয়নের পাশাপাশি স্বাগতিক হিসেবে ভক্ত-সমর্থকদের আশা স্বাভাবিকভাবেই বেশি থাকবে বলে। এজন্য পাকিস্তান কিছুটা চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ, তিনি বলেন, ‘‘ঘরের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়নও। এসব তাদের অবশ্যই চাপে রাখবে। অনেক প্রত্যাশা থাকতে তাদের নিয়ে। ভক্তরাও পাশে থাকছে।’’ আগামীকাল বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ