ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আশুলিয়ায় বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:৩৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:৩৮:০৫ অপরাহ্ন
আশুলিয়ায় বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় শেফালী বেগম নামে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে মারধর করাসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী ওই নারী দুজনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত শনিবার রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে, শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌধুরী মার্কেটের সামনে শ্লীলতাহানি ও মারধরের শিকার হন ওই বৃদ্ধা। ভুক্তভোগী ওই বৃদ্ধা জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পিগনা হাটখোলা এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়ায় স্বামী সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন। 
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার জামগড়া চৌধুরীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রমজান আলী (২০) ও রিপন (৩০)। এদের মধ্যে রিপন ছাত্র জনতার হত্যা মামলার আসামিও।
ভুক্তভোগী শেফালী বেগম জানান, তুচ্ছ একটি ঘটনায় রমজান ও রিপন দুজনেই তাদের বাসায় এসে নানা প্রকার ভয়-ভীতি দেখায় ও বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। গেল মাসের ৩০ তারিখ বাসা থেকে বাজার করার জন্য বের হলে চৌধুরী মার্কেটের সামনে বিবাদীদের সাথে দেখা হয়। এসময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে তারা দুজনেই তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানি করে। এসময় তার ডাক চিৎকারে তার পুত্রবধূ আলপনা এবং ভাই বউ মল্লিকা এগিয়ে আসলে তাদেরকেউ মারধরসহ খারাপ ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেন। ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী ওই বৃদ্ধা বাদী হয়ে তাদের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
তিনি আরো জানান, গত শুক্রবারও তাদের সাথে রাস্তায় দেখা হলে তাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং শ্লীলতাহানি করে। পরে বিষয়টি থানা পুলিশে জানালে আবার অভিযোগ দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে রিপোর্ট ওসি স্যারকে দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ