ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

চাঁদপুরে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১০:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১০:৪৩:১৫ অপরাহ্ন
চাঁদপুরে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সম্পত্তিগত বিরোধের জেরে ইউসুফ পাটওয়ারী (৪০) নামে এক মোবাইল ফোন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে । গত রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি এলাকার পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। ইউসুফ পাটওয়ারী ওই এলাকার মৃত কলিম উল্লাহ পাটওয়ারীর ছেলে। এ ঘটনায় নিহত ইউসুফ পাটওয়ারীর বড় ভাই ইব্রাহীম পাটওয়ারী (৬০) কেও কুপিয়ে জখম করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। স্বজনরা জানায়, সম্পত্তিগত বিষয় নিয়ে কিছুদিন ধরে ইউসুফ পাটওয়ারীর খালাতো ভাই মাইনুদ্দিন (৬০), তার ছেলে রমজান (৩৫), রবিউল (২৫) ও রহিম (২০) কে হুমকি ধমকি দিয়ে আসছে। সেই রেস কাটতে না কাটতেই সকালে ইউসুফ পাটওয়ারীর বাড়িতে ঢুকে মাইনুদ্দিনসহ তার ছেলেরা ধারালো অস্ত্র ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। সেখানেই তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় তার ভাই ইব্রাহীম। মৃত ইউসুফ পাটওয়ারীর চাঁদপুর শহরের শপথ চত্ত্বর মোড়ে মেহেদী মোবাইল হাউজ নামে একটি শো-রুম রয়েছে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় তার গ্রামের বাড়ি ও মোবাইল ফোন ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ