ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

কুমিল্লায় প্রবাসীকে কুপিয়ে টাকা ও ডায়মন্ড ছিনতাই

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১২:১৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১২:২০:০৫ অপরাহ্ন
কুমিল্লায় প্রবাসীকে কুপিয়ে টাকা ও ডায়মন্ড ছিনতাই
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় এটিএম বুথের সামনে এক প্রবাসীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকার নিশা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহত সেই প্রবাসীকে হাসপাতালেও নিতে দেয়নি দুর্বৃত্তরা- এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই। ছিনতাইয়ের শিকার ওই প্রবাসীর নাম নূর মুনতাকিম। তিনি নগরীর বাদুরতলা এলাকার মোহাম্মদ মোসলেমের ছেলে। তিনি একজন আমেরিকান পাসপোর্টধারী। মুনতাকিমের ভাই নূর মোহাম্মদ আব্দুল মুকিত মোবাইল ফোনে বলেন, আমার ভাই আমেরিকা প্রবাসী। গত ২৯ জানুয়ারি দেশে আসেন। সন্ধ্যায় বন্ধু মাসুদের সঙ্গে বের হন। দুই বন্ধু মোটরসাইকেলে করে নিশা টাওয়ারের সামনের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে যান। টাকা উঠিয়ে বের হলে হঠাৎ ১০-১২ জন ছেলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় তারা হাত-পা, ঘাড়, পিঠ ও মাথায় আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে তার হাত-পা ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তিনি বলেন, এ সময় তারা তার বন্ধু মাসুদকেও মারধর করে। পরে তারা চলে যাওয়ার পর মাসুদ আমাদের কল দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি রাস্তায় পড়ে আছে। পরে আমরা তাকে হাসপাতালে নিতে চাইলে ওই ছেলেগুলো আবার চলে আসে। তারা ভাইকে হাসপাতালে নিতে দেয়নি। তারা বলে হাসপাতালে নিলে মামলা হবে। এখন চিকিৎসা দেওয়া ছাড়াই তাকে বাড়িতে এনেছি। মুকিত বলেন, আমার ভাইয়ের কাছে বুথ থেকে ওঠানো টাকাসহ ৪০ হাজার টাকা ছিল। হাতের ডায়মন্ডের রিং, গলায় স্বর্ণের চেন ও আইফোনটি তারা নিয়ে যায়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। পুলিশ গেছে ঘটনাস্থলে। বিস্তারিত জেনে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ