ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

নতুন পরিচয়ে আসছেন ‘টাইটানিক’-এর রোজ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৮:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৮:২৯:১৩ অপরাহ্ন
নতুন পরিচয়ে আসছেন ‘টাইটানিক’-এর রোজ
এক জীবনে হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট অনেক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এখনো বিশ্বজুড়ে তাকে সবচেয়ে বেশি চেনে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই। সেই পরিচয়ের গণ্ডি পেরিয়ে এবার নতুন এক ভূমিকায় আসছেন এই অস্কারজয়ী তারকাÑপরিচালক হিসেবে। নেটফ্লিক্সের ব্যানারে নির্মিতব্য ‘গুডবাই জুন’ সিনেমার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন কেট উইন্সলেট। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছিন্ন ভাই-বোনের জীবনের গল্প এবং হাস্যরসের সংমিশ্রণে তৈরি হবে এই সিনেমাটি। শুধু পরিচালনা নয়, অভিনয় ও প্রযোজনার দায়িত্বও পালন করবেন তিনি। ‘গুডবাই জুন’-এ কেট উইন্সলেটের পাশাপাশি থাকছেন হলিউডের আরও নামী অভিনেতারাÑটোনি কলেট, জনি ফ্লিন, আন্দ্রিয়া রাইজবোরো, টিমোথি স্পল এবং হেলেন মিরেন। বিশেষ চমক হিসেবে থাকছে কেট উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স, যিনি ছবিটির চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনায় কেটের সঙ্গে থাকছেন সলোমন উইনসলেট, যিনি এর আগে ‘লি’ সিনেমার প্রযোজক ছিলেন। বর্তমানে ইংল্যান্ডে সিনেমাটির শুটিং সেট প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই শুরু হবে দৃশ্যধারণ। সম্প্রতি ‘হাউ টু ফেইল’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট তার পরিচালক হিসেবে অভিষেকের বিষয়ে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মানুষ তাকে পরিচালনায় আসার জন্য উৎসাহিত করলেও তিনি সে পথে আগ্রহী ছিলেন না। তবে সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। কেট উইন্সলেট বলেন, ‘‘আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব নিতে হবে, যাতে অন্য নারীরাও অনুপ্রাণিত হয় এবং এই শিল্পে নিজেদের জায়গা করে নিতে পারে।’’ অভিনয়জীবনে অসংখ্য সাফল্যের পর এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন কেট উইন্সলেট। দর্শকরা অপেক্ষায় আছেন, রোজ থেকে পরিচালক কেটের নতুন যাত্রা কেমন হয়!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ