ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

নতুন পরিচয়ে আসছেন ‘টাইটানিক’-এর রোজ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৮:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৮:২৯:১৩ অপরাহ্ন
নতুন পরিচয়ে আসছেন ‘টাইটানিক’-এর রোজ
এক জীবনে হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট অনেক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এখনো বিশ্বজুড়ে তাকে সবচেয়ে বেশি চেনে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই। সেই পরিচয়ের গণ্ডি পেরিয়ে এবার নতুন এক ভূমিকায় আসছেন এই অস্কারজয়ী তারকাÑপরিচালক হিসেবে। নেটফ্লিক্সের ব্যানারে নির্মিতব্য ‘গুডবাই জুন’ সিনেমার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন কেট উইন্সলেট। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছিন্ন ভাই-বোনের জীবনের গল্প এবং হাস্যরসের সংমিশ্রণে তৈরি হবে এই সিনেমাটি। শুধু পরিচালনা নয়, অভিনয় ও প্রযোজনার দায়িত্বও পালন করবেন তিনি। ‘গুডবাই জুন’-এ কেট উইন্সলেটের পাশাপাশি থাকছেন হলিউডের আরও নামী অভিনেতারাÑটোনি কলেট, জনি ফ্লিন, আন্দ্রিয়া রাইজবোরো, টিমোথি স্পল এবং হেলেন মিরেন। বিশেষ চমক হিসেবে থাকছে কেট উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স, যিনি ছবিটির চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনায় কেটের সঙ্গে থাকছেন সলোমন উইনসলেট, যিনি এর আগে ‘লি’ সিনেমার প্রযোজক ছিলেন। বর্তমানে ইংল্যান্ডে সিনেমাটির শুটিং সেট প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই শুরু হবে দৃশ্যধারণ। সম্প্রতি ‘হাউ টু ফেইল’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট তার পরিচালক হিসেবে অভিষেকের বিষয়ে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মানুষ তাকে পরিচালনায় আসার জন্য উৎসাহিত করলেও তিনি সে পথে আগ্রহী ছিলেন না। তবে সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। কেট উইন্সলেট বলেন, ‘‘আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব নিতে হবে, যাতে অন্য নারীরাও অনুপ্রাণিত হয় এবং এই শিল্পে নিজেদের জায়গা করে নিতে পারে।’’ অভিনয়জীবনে অসংখ্য সাফল্যের পর এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন কেট উইন্সলেট। দর্শকরা অপেক্ষায় আছেন, রোজ থেকে পরিচালক কেটের নতুন যাত্রা কেমন হয়!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স