ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

বরিশালের হিজলায় চেয়ারম্যান পদে আপন দুই ভাই ও চাচা-ভাতিজার লড়াই

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০১:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০১:৩৫:৫৭ অপরাহ্ন
বরিশালের হিজলায় চেয়ারম্যান পদে আপন দুই ভাই ও চাচা-ভাতিজার লড়াই বরিশালের হিজলায় চেয়ারম্যান পদে আপন দুই ভাই ও চাচা-ভাতিজার লড়াই
বরিশাল প্রতিনিধি
বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণের পরিবেশ ও ফলাফলের পর পরবর্তী নির্বাচনগুলোতে প্রার্থীদের মনোবল অনেকেটাই বেড়েছেতাই এখন প্রার্থীরাও প্রচারণার মাঠে সরবদ্বিতীয় দফায় ২১ মে অনুষ্ঠিত হবেদ্বিতীয় দফার নির্বাচনে বরিশালের হিজলা ও মুলাদী উপজেলার ভোটগ্রহণ হবেআর এ নির্বাচনে হিজলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বেশ উৎসাহ সৃষ্টি হয়েছে সাধারণ ভোটারদের মাঝেস্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই যুক্ত আছেনআর এই পাঁচ প্রার্থীর মধ্যেই রয়েছেন আপন দুই ভাই এবং চাচা-ভাতিজাযারা প্রতীক বরাদ্দ পেয়ে শুরু করেছেন প্রচার-প্রচারণা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ (টিপু সিকদার) মটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেনঅপরদিকে তার আপন ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ মাহমুদ (দিপু সিকদার) ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেনএছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীর ছেলে মো.নজরুল ইসলাম (রাজু ঢালী) চিংড়ি মাছ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেনএদিকে তার আপন চাচা মো. দেলোয়ার হোসেন (ফারুক ঢালী)ও আনারস প্রতীকে নির্বাচন করছেন হিজলা উপজেলা থেকেইএই চারজন প্রার্থী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মো.হাফিজুর রহমান হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়াই করছেন এবারের ভোটেভোটাররা বলছেন, আপন সহোদর আর চাচা-ভাতিজার ভোট যুদ্ধে নামায় এখন নির্বাচনী আমেজটাই ভিন্নঅনেকটাই পারিবারিক লড়াইয়ে পরিণত হয়েছে প্রার্থীদের ভোটের লড়াইতবে যে ভালো কাজ করবে এবং যার মাধ্যমে উপজেলার উন্নয়ন হবে তাকেই ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররাএদিকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গির হোসেন বলেছেন, এখন পর্যন্ত আচরণ বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনিনির্বাচনকে উৎসবমুখর করতে যা প্রয়োজন তাই করা হবেচেয়ারম্যান ছাড়াও হিজলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও দুজন প্রার্থী রয়েছেনভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মো. লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোলাইমান (শান্ত),উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলামএছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইদুল ইসলাম মাহিম নির্বাচন করছেনমহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলামছয় ইউনিয়ন নিয়ে গঠিত হিজলা উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৪৯ টিআর একজন হিজড়া ভোটারসহ এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৩১ হাজার ৬২১ জন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ