ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ১০:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ১০:১৯:৩৮ অপরাহ্ন
পাকিস্তানকে সেমিতে দেখছেন না কামরান!
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে নামছে আট দল। দলগুলোকে নিয়ে চলছে নানান ভবিষ্যতবাণী। সে আলোচনায় যোগ দিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নিজের দেশকেই রাখেননি তিনি। সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেব কামরান আকমল। নিজের দেশকে এই কাতারে রাখেননি তিনি। তার মতে, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই খেলবে এবারের সেমিফাইনাল। সেমিফাইনালিস্ট বেছে নেওয়ার ব্যাপারে কামরান বলেন, ‘আমাদের দল আরো ভাল হতে পারতো। আমি মনে করি, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। অস্ট্রেলিয়ার পাঁচজন খেলোয়াড় চোটে, তাই তাদেরকে রাখিনি।’ পাকিস্তানের স্কোয়াড নিয়ে হতাশ কামরান বলেন, ‘এই ধরনের দল বেছে নেওয়ার পেছনের চিন্তাভাবনা আমার জানা নেই। চেয়ারম্যান খুব বেশি ক্রিকেট খেলেননি; হয়তো তিনি বিষয়গুলো বোঝেন না, তাই তিনি এমন একটি দলের জন্য তার অনুমোদন দিয়েছেন। ভারত স্পষ্টতই ফেভারিট বলে মনে হচ্ছে; তারা ফাইনাল খেলার যোগ্য। কিন্তু পাকিস্তান সম্পর্কে আমি একই কথা বলতে পারি না। যদি তারা সেমিফাইনালে ওঠে, তাহলে আমি এটিকে একটি বড় অর্জন বলে মনে করব।’ নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কামরান। পাকিস্তানের স্কোয়াডে ব্যাটিং-বোলিংয়ে বিভিন্ন সমস্যা দেখছেন তিনি। কামরান আকমল বলেন, ‘আমাদের দলে অনেক সমস্যা রয়েছে। বোলাররা ছন্দে নেই। স্পিনার নেই। ওপেনারদের অবস্থাও তথৈবচ। নির্বাচক ও অধিনায়কদের চিন্তাভাবনা কী, আমার জানা নেই।’ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও কথা বলেছেন কামরান। ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ভারত ও পাকিস্তান অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যা হয়, তা সর্বোচ্চ পর্যায় থেকেই হয়। ২০০৪ এবং ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। ২০০৮ সালের এশিয়া কাপেও ভারত এসেছিল পাকিস্তানে। কিন্তু আমার-আপনার মতো মানুষ দুঃখ পাচ্ছি এই ভেবে যে কোনও দেশই তাদের দেশে গিয়ে খেলছে না। আমরা বহুবার ভারতের মাটিতে গিয়েও খেলেছি। তবে ভারত পাকিস্তানে গিয়ে এবং পাকিস্তান ভারতে গিয়ে খেলুক, এটা স্বপ্নের মতো ব্যাপার।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ