ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ১০:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১০:১৭:০৩ পূর্বাহ্ন
উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
রাজধানীর উত্তরা এলাকায় দম্পতি মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তির (২৮) ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় জড়িত ‘কিশোর গ্যাং’ চক্রটির পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি বাসার সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতির ওপর হামলা চালায়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে। পরে ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সময় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন। পথে দুইটি মোটরসাইকেলে তিন জন যুবক দ্রুতগতিতে এলোমেলোভাবে চালিয়ে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশায় থাকা এক শিশুর বাবা প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখন ভিকটিম দম্পতি তাদের ঝগড়া না করার অনুরোধ করলে মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে মেহেবুল হাসানের সঙ্গেও তর্ক শুরু করে। একপর্যায়ে তাকে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে মেহেবুল হাসান ও আশপাশের লোকজন হামলাকারীদের একজনকে ধরে ফেলে এবং তার মোটরসাইকেল আটক করে। এরপর সে ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে। কিছুক্ষণ পরই দেশীয় অস্ত্রসহ কয়েকজন এসে ভয়ভীতি দেখিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্বামীকে বাঁচাতে গেলে নাসরিন আক্তার ইপ্তিকেও আঘাত করা হয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোবারক ও রবি রায়কে গ্রেপ্তার করে এবং আহত দম্পতিকে হাসপাতালে পাঠায়। তদন্তের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী থেকে সজীব এবং ভোর ৫টায় টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মেহেদী হাসান সাইফকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তুরাগ নদীর পাড় থেকে ঘটনায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ