ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ১০:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১০:১৭:০৩ পূর্বাহ্ন
উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫
রাজধানীর উত্তরা এলাকায় দম্পতি মেহেবুল হাসান (৩৭) ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তির (২৮) ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় জড়িত ‘কিশোর গ্যাং’ চক্রটির পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোবারক হোসেন (২৫), রবি রায় (২২), মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি বাসার সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এক দম্পতির ওপর হামলা চালায়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে। পরে ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সময় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন। পথে দুইটি মোটরসাইকেলে তিন জন যুবক দ্রুতগতিতে এলোমেলোভাবে চালিয়ে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশায় থাকা এক শিশুর বাবা প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখন ভিকটিম দম্পতি তাদের ঝগড়া না করার অনুরোধ করলে মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে মেহেবুল হাসানের সঙ্গেও তর্ক শুরু করে। একপর্যায়ে তাকে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে মেহেবুল হাসান ও আশপাশের লোকজন হামলাকারীদের একজনকে ধরে ফেলে এবং তার মোটরসাইকেল আটক করে। এরপর সে ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে। কিছুক্ষণ পরই দেশীয় অস্ত্রসহ কয়েকজন এসে ভয়ভীতি দেখিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্বামীকে বাঁচাতে গেলে নাসরিন আক্তার ইপ্তিকেও আঘাত করা হয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোবারক ও রবি রায়কে গ্রেপ্তার করে এবং আহত দম্পতিকে হাসপাতালে পাঠায়। তদন্তের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী থেকে সজীব এবং ভোর ৫টায় টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মেহেদী হাসান সাইফকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তুরাগ নদীর পাড় থেকে ঘটনায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স