ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

বিএনপিকে বিদেশি কেউ মদদ দেবে এমন পরিস্থিতি নেই : ওবায়দুল কাদের

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৩:২৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৩:২৯:৫১ অপরাহ্ন
বিএনপিকে বিদেশি কেউ মদদ দেবে এমন পরিস্থিতি নেই : ওবায়দুল কাদের ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে, এমন পরিস্থিতি নেইযারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছেগতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেনওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতেপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখবোতবে এখানে কে আসছে তা নিয়ে আমরা ভাবছি নাযাদের প্রেসিডেন্টের কথা ইসরাইলই শোনে নাআর আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবো? শরিকদের সঙ্গে বিএনপির আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবেসেখানে আমাদের কোনো বক্তব্য নেইতারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায়, তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবোকিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে- তাহলে সেভাবেই মোকাবিলা করা হবেআওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী ও ক্ষমার অযোগ্য- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পালাবে কেন? আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেইআমাদের শক্তি দেশের জনগণরাজনীতি করবো না বলে ২০০৭ সালে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানযাদের মূল নেতাই পালিয়ে আছেযারা ২৮ অক্টোবরে বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে নাকিন্তু দেখলাম পল্টনের ময়দান থেকে একে একে বিএনপির নেতারা অলিগলি দিয়ে কোথায় পালিয়ে গেলআবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের (বিএনপি) পালিয়ে যেতে হবেবিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেইতাদের নেতিবাচক রাজনীতিই যথেষ্টনির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে, তার মাশুল তাদের দিতে হবে
উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের সাধাণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবেদ্বাদশ জাতীয় নির্বাচনে ৭৩ জন এমপি মনোনয়ন পাননি, ২৫ জন ক্যাবিনেটে বাদ পড়েছনশাস্তিটা অনেকভাবেই আসতে পারেআওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোট আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৪ দলীয় জোট আছেজোটনেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেনসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ