ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৫:২৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৫:২৬:৪০ অপরাহ্ন
হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দেশের ১২টি মহাসড়ক এবং সেতুর নাম পরিবর্তন করেছে, যেগুলোর বেশিরভাগই শেখ হাসিনা পরিবারের নামে ছিল। গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা—মাওয়া মহাসড়ক এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পরিবর্তন করে ‘ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’ রাখা হয়েছে। একইভাবে, সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন থেকে লালবাগ, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ পর্যন্ত জাতীয় মহাসড়কের নামও পরিবর্তন করে সাধারণ নাম রাখা হয়েছে। মাদারীপুর সড়ক বিভাগের আওতাধীন মাদারীপুর (মোস্তফাপুর)—ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২.৭৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ পরিবর্তন করে ‘কাজিরটেক ব্রীজ—শরীয়তপুর মহাসড়ক’ রাখা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম সড়ক বিভাগের বড়তাকিয়া (আবুতোরাব)—মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নামও ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে ‘বড়তাকিয়া (আবুতোরাব)—মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ রাখা হয়েছে। নদী ওপর নির্মিত সেতুগুলোর নামও পরিবর্তন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ পরিবর্তন করে ‘কাঁচদহ সেতু’ রাখা হয়েছে। এছাড়া, পটুয়াখালী—কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ থেকে পরিবর্তন করে ‘সোনাতলা সেতু’ রাখা হয়েছে। এর মধ্যে অন্যান্য পরিবর্তনগুলোও রয়েছে, যেমন পিরোজপুর জেলার ইন্দুরকানি সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ থেকে ‘ইন্দুরকানি সেতু’ এবং নারায়ণগঞ্জের ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ থেকে ‘ডেমরা সেতু’ করা হয়েছে। এছাড়া, বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ থেকে ‘দপদপিয়া সেতু’ রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স