ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৫:২৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৫:২৬:৪০ অপরাহ্ন
হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দেশের ১২টি মহাসড়ক এবং সেতুর নাম পরিবর্তন করেছে, যেগুলোর বেশিরভাগই শেখ হাসিনা পরিবারের নামে ছিল। গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা—মাওয়া মহাসড়ক এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পরিবর্তন করে ‘ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’ রাখা হয়েছে। একইভাবে, সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন থেকে লালবাগ, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ পর্যন্ত জাতীয় মহাসড়কের নামও পরিবর্তন করে সাধারণ নাম রাখা হয়েছে। মাদারীপুর সড়ক বিভাগের আওতাধীন মাদারীপুর (মোস্তফাপুর)—ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২.৭৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ পরিবর্তন করে ‘কাজিরটেক ব্রীজ—শরীয়তপুর মহাসড়ক’ রাখা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম সড়ক বিভাগের বড়তাকিয়া (আবুতোরাব)—মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নামও ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে ‘বড়তাকিয়া (আবুতোরাব)—মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ রাখা হয়েছে। নদী ওপর নির্মিত সেতুগুলোর নামও পরিবর্তন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ পরিবর্তন করে ‘কাঁচদহ সেতু’ রাখা হয়েছে। এছাড়া, পটুয়াখালী—কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ থেকে পরিবর্তন করে ‘সোনাতলা সেতু’ রাখা হয়েছে। এর মধ্যে অন্যান্য পরিবর্তনগুলোও রয়েছে, যেমন পিরোজপুর জেলার ইন্দুরকানি সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ থেকে ‘ইন্দুরকানি সেতু’ এবং নারায়ণগঞ্জের ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ থেকে ‘ডেমরা সেতু’ করা হয়েছে। এছাড়া, বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ থেকে ‘দপদপিয়া সেতু’ রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ