ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
বিএনপির বর্ধিত সভা আজ

তৃণমূলের মত নিয়ে আসছে নির্দেশনা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৪:০৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৪:০৬:৫৪ অপরাহ্ন
তৃণমূলের মত নিয়ে আসছে নির্দেশনা
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছিল বিএনপি। ওই বৈঠকের ৭ বছর পর আবারও বর্ধিত সভা হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন সকালে জাতীয় সংসদের এলডি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় অন্তত চার হাজার নেতাকর্মী উপস্থিত হতে পারেন বলে ধারণা করছে দলীয় সূত্রগুলো। দলের দায়িত্বশীলরা জানিয়েছেন, বর্ধিত সভায় নির্বাহী কমিটির সদস্য, ২০১৮ সালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সব সাংগঠনিক জেলা, উপজেলার সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন সময়ে গঠিত উপ-কমিটিগুলোর সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া মনোনয়ন ফরম কিনেছেন এমন ব্যক্তিরাও আমন্ত্রিত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।’ তিনি জানান, প্রথম সেশনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভা পরিচালনা করবেন। গতকাল বুধবার বিকালে বর্ধিত সভাস্থল পরিদর্শন করেছেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমেদ। এসময় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দলীয় নেতারা জানান, নির্বাহী কমিটির বর্ধিত সভা হলেও এবার তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, আগামী নির্বাচন, সম্ভাব্য দেশের পরিস্থিতি, করণীয়, কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত শুনতে আগ্রহী বিএনপির শীর্ষ নেতৃত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনি বৈতরণী পার করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেবেন তারেক রহমান। প্রভাবশালী একজন দায়িত্বশীলের ভাষ্যÑ অনেক দূর থেকে দল পরিচালনা করার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানাতে পারেন। বিগত সরকারের পতনের পর থেকে যেসব নেতাকর্মী বহিষ্কার হয়েছেন, তাদের প্রতিও বার্তা দেবেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভায় অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমান। হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ওই সভাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এবার সেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে না বিএনপিকে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ