৬৫ দিন পর অবশেষে চট্টগ্রামে পৌঁছলেন সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নিয়েছে তাদের। উচ্ছ্বাস-উদ্দীপনা আর পরিবারের স্বজনরাও বরণ করে নেন তাদের। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বরে এসে পৌঁছান নাবিকরা। তখন নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে সেখানে। স্বজনদের পাশাপাশি কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত ছিলেন।
গতকাল বিকেলে নাবিকেরা এমভি জাহান মণি-৩ নামের কেএসআরএম গ্রুপের একটি লাইটার জাহাজে বন্দরের নিউমুরিং টার্মিনালে পৌঁছান। জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া নাবিকদের বরণ করে নিতে আগে থেকেই অপেক্ষায় ছিলেন তাদের স্বজনরা। এসময় স্বজনদের অনেকে প্রিয় মানুষকে ফিরে পেয়ে ফুল হাতে নাবিকদের বরণ করে নেন। উদ্ধার জাহাজের নাবিক ও ক্রুরা হলেন, জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, আসিফুর রহমান, সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, নাজমুল হক, আইনুল হক, মো. শামসুদ্দিন, আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, শরিফুল ইসলাম, নুর উদ্দিন ও সালেহ আহমদ।
এর আগে গত সোমবার সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ জাহাজ বঙ্গোপসাগরের কুতুবদিয়ার বহির্নোঙরে নোঙর করে। সেখান থেকে এমভি জাহান মণি-৩ জাহাজে নাবিকেরা আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছান। এসময় ২৩ নাবিকের পরিবারের সদস্যরা ছাড়াও চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানসহ বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, পুলিশ ও কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে ৫৫ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশে ফেরে জাহাজ এমভি আবদুল্লাহ। গত সোমবার দুপুরে জাহাজটি দেশের জলসীমায় প্রবেশ করে এবং কুতুবদিয়ায় নোঙর করে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের উদ্দেশ্যে রওনা হয় এমভি আবদুল্লাহ। ১২ মার্চ বাংলাদেশি ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। দেশটির উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি জিম্মি করা হয়। এর ৩২ দিন পর গত ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় জলদস্যুরা। এরপরই সেটি সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। টানা এক সপ্তাহের সমুদ্রযাত্রা শেষে ২১ এপ্রিল বিকেলে জাহাজটি আল হামরিয়াহ বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
এমভি আব্দুল্লাহ জাহাজের অয়েলার শামসুদ্দিনের দুলাভাই বদরুল হক বলেন, ‘আজ (মঙ্গলবার) আমাদের ঈদের দিন। সে ঘরে ফিরবে এর চেয়ে বড় কথা আর নেই। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তাকে আমরা জীবিত দেখতে পাব সেই আশা ছেড়ে দিয়েছিলাম। সৃষ্টিকর্তার জন্য অশেষ শুকরিয়া।’ গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরে আসে কেএসআরএমের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মনি। সেখানে ছিলেন জলদস্যুর কবল থেকে উদ্ধার হওয়া ২৩ নাবিক। এরপর ৪টা ১৮ মিনিটের দিকে জাহাজ থেকে একে একে নেমে আসেন ২৩ নাবিক। নাবিকদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেখানে আগে থেকেই অপেক্ষা করেছিলেন নাবিকদের পরিবারের সদস্যরা। নাবিকদের কাছে পেয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয় কর্ণফুলী পাড়ে।
এর আগে সোমবার বিকেল ৬টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে এমভি আব্দুল্লাহ। সেখান থেকে ২৩ নাবিককে চট্টগ্রামে আনতে চট্টগ্রাম থেকে এমভি জাহান মনি কুতুবদিয়া যায়। সেই জাহাজ জাহান মনিতে করে ২৩ নাবিক চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা হন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায়। এরপর বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে পৌঁছে জাহান মনি। আগে ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ কেএসআরএমের মালিকানাধীন জাহাজটি ৩২দিন জলদস্যুর কাছে জিম্মি থাকে। এরপর ১৪ এপ্রিল মুক্তিপণ দেয়ায় জাহাজ থেকে নেমে যায় জলদস্যুরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

উচ্ছ্বাস-উদ্দীপনা আর আনন্দ অশ্রুর মাঝে বরণ করে নিলেন স্বজনরা
জিম্মিদশার পর স্বজনদের কাছে ফিরলেন নাবিকরা
- আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ১১:২৯:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ১১:২৯:৩০ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ