ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১১:৩১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:৩১:২৮ পূর্বাহ্ন
আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার
এবছর আর বাড়ছে না অমর একুশে বইমেলার সময়। আজ শুক্রবার ফেব্রুয়ারি মাসের শেষ দিনে পর্দা নামছে বাঙালির প্রাণের উৎসব বইমেলার। তবে ছুটির দিন হিসেবে বইমেলা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন।
ড. সরকার আমিন বলেন, রোজাসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ দিন, সে অনুযায়ী আগামীকাল শুক্রবার এবারের বইমেলার শেষ দিন হবে।
এবারের বইমেলা নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এবারের বইমেলার আয়োজনসহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে সবকিছুকে পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছি। এটাই হচ্ছে বড় সাফল্য।
বইমেলা এখন মিলনমেলায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বইমেলা কিন্তু শুধুমাত্র বই বিক্রির হাট নয়। এটি একটি মানুষের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনের জায়গা। লেখক-পাঠকের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা। সবকিছু মিলিয়ে বইমেলা হচ্ছে একটি সাংস্কৃতিক ইভেন্ট। সেজন্য, বইমেলাকে শুধু বইমেলা নামেই আমরা ডাকি না। আমরা বলি মিলনমেলা। সে বিবেচনায় বলতে পারি বইমেলা সফল হয়েছে।
বাংলা একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন ভবিষ্যতে করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বইমেলার আয়োজন বাংলা একাডেমির এককভাবে করতে পারে। ইতোপূর্বে আয়োজন করেছে। তবে এবার সময় স্বল্পতার কারণে ইভেন্টের ওপর নির্ভর করতে হয়েছে। তবে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলার আয়োজন করার ব্যাপারটিও বিবেচনায় রেখেছি। এছাড়া, নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা করলে ভালো হবে কি না সেটি পুনর্বিবেচনা করে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলা ২৭-তম দিনে নতুন বই এসেছে ১৭৬টি। এদিন বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একটি অভ্যুত্থানের জন্ম ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ নিজার। এতে সভাপতিত্ব করেন কাজী মারুফ।
প্রাবন্ধিক বলেন, ইতিহাসে অনেক আন্দোলনকেই খুব গৌরবের সঙ্গে স্মরণ করা হয়। তেমনি আমাদের দেশের সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থান গোটা জাতির জন্য নতুন অভিজ্ঞতার জন্ম দিয়েছে। একটি প্রজন্মের ঐতিহাসিক কর্তাসত্ত্বা হিসেবে আত্মপ্রকাশের অভ্যুত্থান ছিল এটা। অত্যাচার, লুটপাট ও অনাচার সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ তৈরি করে আসছিল। যার ফলে বৈষম্যবিরোধী আন্দোলন পরিণত হয় রাজনৈতিক মুক্তির সংগ্রামে। নাগরিক অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই।
আলোচক বলেন, স্বতঃস্ফূর্ততা ও কাঠামোগত দিক থেকে মিল থাকলেও অভ্যুত্থানের প্রথাগত ধারণার সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানের ভিন্নতাও রয়েছে। নাগরিক হিসেবে আমাদের বেঁচে থাকার ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে প্রতিনিয়তই। এ কারণে নাগরিকঅধিকার ভিত্তিক বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণের আকাক্সক্ষা চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেরণা হিসেবে কাজ করেছে। এই অভ্যুত্থানের একটি দার্শনিক ভিত্তি দাঁড় করাতে হবে। রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক কী হবে তা নতুনভাবে ভাবার সুযোগ করে দিয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থান।
সভাপতির বক্তব্যে কাজী মারুফ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের একটি বহুত্ববাদী রূপ রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ভিন্ন আকাক্সক্ষা, ভিন্ন স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানে সামিল হয়েছিলেন। ফলে মানুষের সম্মিলিত প্রচেষ্টাকে ছাপিয়ে চব্বিশের আন্দোলন নিজেই একটি আলাদা সত্ত্বা হয়ে উঠেছে। এদিন লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেনÑকবি সায়ীদ আবুবকর, কবি মিতা আলী এবং কবি, সম্পাদক ও শিশুসাহিত্যিক জামসেদ ওয়াজেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মনজুর রহমান, রফিক হাসান, জান্নাতুল ফেরদৌসী, শোয়াইব আহমদ, ফেরদৌস আরা রুমী, নাইমা হোসেন, ড. নাইমা খানম, এনামুল হক জুয়েল এবং আমিরুল মুমিনিন মানিক। আজ ছিল মিজানুর রহমানের পরিচালনায় নৃত্য সংগঠন ‘লেমন নৃত্যকলা একাডেমি’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ছন্দা চক্রবর্তী, ইমরান খন্দকার, নাসরিন বেগম, আফসানা রুনা, মো. আনিসুজ্জামান, সুষ্মিতা সেন চৌধুরী, আফরিদা জাহিন জয়িতা, শাহীন আলম, ডলি মণ্ডল, শফি উদ্দিন এবং দিতি সরকার। যন্ত্রাণুষঙ্গে ছিলেন শিমুল বড়ুয়া (তবলা), রাজিব আহমেদ (কী-বোর্ড), মো. মেজবাহ উদ্দিন (অক্টোপ্যাড), সাইদ হাসান ফারুকী (লিড গীটার) এবং পল্লব দাস (বেইজ গীটার)। 
সমাপনী দিনের অনুষ্ঠান: আজ শুক্রবার অমর একুশে বইমেলা ২০২৫-এর সমাপনী দিন। মেলা শুরু হবে সকাল ১১ টায় এবং চলবে রাত ৯ টা পর্যন্ত। সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।
সমাপনী অনুষ্ঠান: আজ শুক্রবার বিকেল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্য-সচিব ড. সরকার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স