ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
৫ মার্চ বাসস কার্যালয়ের সামনে ডিইউজে’র বিক্ষোভ

সাংবাদিকদের বেতনভাতা পরিশোধের দাবি

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১১:৩৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১১:৩৭:৩১ পূর্বাহ্ন
সাংবাদিকদের বেতনভাতা পরিশোধের দাবি
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বিরাজমান সমস্যা নিরসন ও রমজানের পূর্বেই চলতি মাসসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিউজে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র জাতীয় প্রেস ক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।
সভায় বলা হয়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের অস্বচ্ছল সাংবাদিকরা নানাবিধ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাই আসন্ন পবিত্র রমজান মাসের শুরুতেই চলতি মাসের বেতনসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে সকল গণমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। নির্বাহী পরিষদের সভায় বাসস-এর এমডিকে ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তিনি একদিকে পতিত হাসিনা সরকারের আমলে বাসসে সংঘটিত অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্মের বৈধতা দিচ্ছেন অন্যদিকে যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের হেনস্তা করে নিজস্ব বলয় তৈরি করছেন।
সভায় বলা হয়, বিগত জানুয়ারি মাসের ২৮ তারিখে বাসস ইউনিটের একটি সভা ও ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতির ঘোষণায় এমডি মাহবুব মোর্শেদ যে চিঠি ইস্যু করেছেন তা চরম দৃষ্টতা ছাড়া কিছুই নয়। ডিইউজে-কে পরোক্ষভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সংস্থায় দেয়া চিঠির ব্যাপারে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার না করায় আগামী ৫ মার্চ বেলা ১১ টায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নয়া হয়। সভায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বাসস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহাবুব মোর্শেদের ডিইউজের ঐতিহ্য, সুনাম ও মর্যাদাহানিকর কর্মকাণ্ড অব্যাহত থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া বর্তমান সরকারের আমলে বাসসে বিগত ফ্যাসিবাদী আমলের অনিয়ম-দুর্নীতি-লুঠপাটের তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ