ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৭:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৭:২২:০০ অপরাহ্ন
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ
পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলায় একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা রয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জিও নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে এ বিস্ফোরণ ঘটে। শত শত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও জামিয়া দারুল উলুম হাক্কানিয়ার উপ-প্রশাসক মাওলানা হামিদুল হক হাক্কানি রয়েছেন। প্রতিবেদনে বলা বয়েছে, পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত মাদ্রাসাটির মসজিদে সাপ্তাহিক জুমার নামাজের জন্য জড়ো হওয়ার সময় সামনের সারিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্তৃত এই মাদ্রাসায় প্রায় ৪ হাজার শিক্ষার্থী থাকে, যারা বিনামূল্যে খাবার, বস্ত্র এবং শিক্ষা পেয়ে থাকে। বিস্ফোরণস্থল থেকে ৪৫ মিনিট দূরত্বে অবস্থিত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে হাই অ্যালার্ট ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ আরও বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এটি একটি পরিকল্পিত হামলা, আত্মঘাতী বোমা হামলা। আশেপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে ফরেনসিক ও তদন্তকারী দল পাঠানো হয়েছে। রমজানের আগে এটিই ছিল শেষ জুমার নামাজ। সেখানে মুসল্লিদের ভিড় ছিল প্রচুর। মসজিদটি মাদ্রাসা প্রাঙ্গণের অভ্যন্তরে অবস্থিত। ছাত্ররা শিক্ষাবর্ষের শেষ দিন হিসাবে ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খাইবার পাখতুনখোয়ার দারুল উলুম হাক্কানিয়া পাকিস্তানের বৃহত্তম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। সেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়তে আসে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ