ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

কালীগঞ্জে ১৫ বিঘা পান বরজ পুড়ে শেষ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৯:৪৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৯:৪৬:১৮ অপরাহ্ন
কালীগঞ্জে ১৫ বিঘা পান বরজ পুড়ে শেষ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে সাত কৃষকের প্রায় ১৫ বিঘা জমির পানের বরজ আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ ৭ জন পানচাষী অসুস্থ হয়ে পড়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জের মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে আগুন লাগে।
পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের ১টি ইউনটি আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থরা পার চাষিরা হল মোস্তবাপুর গ্রামের হারুন গাজির ছেলে আমজেদ আলি, আমজেদ আলীর ছেলে গফফার আলি,আমজেদ আলির ছেলে হান্নান, নওয়াব আলীর ছেলে আরিফ, আকরাম হোসেনের ছেলে আশরাফুল,হারুন গাজির ছেলে আনসার গাজি ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন। এ আগুনের সুত্রপাতের কথা কোথা থেকে কিভাবে আগুনে পান বরজ পুড়লো তা কেউ বলতে পারছে না। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক মিনিটে সবকিছ পুড়েু ছাই হয়ে যায়।
এতে ৭ জন চাষির প্রায় ১৫ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। বরজ মালিকরা বলছে ক্ষয়তির পরিমান প্রায় ৮ কোটি টাকা। পান বরজ মালিক আমজেদ আলি বলেন, আমরা নি.শ্ব হয়ে গেছি।
কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমন ভাবে পুড়েছে কোন কিছু অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল। সববরজ নতুন করে তৈরি করতে হবে। আমরা বানিজ্যিক ভাবে পানের চাশ করি, অন্য কোন ফসল আমরা চাষ করি না।
পানের বরজের আগুন দেখে পরিবারের লোকজন মাঠের মধ্যে অসুস্থ হযে পড়ে। এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্থ পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হল এ বলা সম্ভব হচ্ছে না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ