ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার

শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দেবেন তারেক রহমান

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১২:০৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১২:০৫:২৭ পূর্বাহ্ন
শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দেবেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতা-কর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারো ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’। এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে। গতকাল শনিবার ‘আমরা বিএনপি পরিবার’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ ও  আহত পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতোমধ্যে ঈদ উপহার প্রদানের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। 
ঈদ উপহার প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং সম্প্রতি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেয়া হবে।’
এ ছাড়াও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘প্রতি বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপি’র গুম, খুনের শিকার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করে থাকেন। বিগত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেয়া হয়, এবারেও দেয়া হবে। বরং এই সংখ্যা আরও বাড়বে।’
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় গুম ও খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারীদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৮০০ ছাড়িয়ে যেতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ