ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৯:৫৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৯:৫৮:২৬ অপরাহ্ন
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি
রায়পুর প্রতিনিধি
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি. (রেজি. নং-৫১৭)-এর সংশোধিত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। গত ১৯/০২/২০২৫ ইং তারিখে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা এস এম তহমিদুজ্জামান স্বাক্ষরিত ৪৭.৬১.২৬.০০.০০০.৩৩.৫৮০/৭৩-৩০১ নং স্মারকে এ সম্পর্কিত এক পত্র প্রেরন করেন। উক্ত পত্রে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি. (রেজি. নং-৫১৭)-এর অন্যতম সদস্য সারওয়ার হোসেনকে সভাপতি  করে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়। বাকি সদস্যরা হলেন, আবুল কালাম,  কবির আহম্মেদ, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দীন, কামাল হোসেন, ফেরদৌস সিদ্দিক রাজু, নয়ন মিয়া, মো. মমিনুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, মোশারফ হোসেন। উল্লেখ্য, নতুন কমিটি দায়িত্ব গ্রহনের পর ১২০ দিনের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের ব্যাবস্থা করিবে এবং নির্বাচিত কমিটির নিকট অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করিবে। পত্রে আরো উল্লেখ করা হয়, বিগত ০২/০২/২০২৫ ইং তারিখে ২০১ স্বারকমূলে ৩ সদস্যের একটি কমিটি অনুমোদন করেন। তারা হলেন, মো. মমিনুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, মোশারফ হোসেন। উক্ত কমিটি সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০২,২০১৩) এর ২২(৭) ধারা মোতাবেক অদ্যাবধি দায়িত্ব গ্রহন সংক্রান্ত কোন কার্যক্রম সম্পর্ন না হওয়ায় সমিতির সাধারন সদসগনের আবেদনের প্রেক্ষিতে সমিতির বৃহত্তর স্বার্থে ও বৈষম্যহীনভাবে কার্য সম্পাদনের নিমিত্তে আগের ৩ জনের সাথে নতুন ৮ জন সদস্যকে অন্তর্ভূক্ত করে নতুন কমিটি সংশোধন করে অনুমোদন দেয়া হয়। এ ব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি সারওয়ার হোসের বলেন, প্রতিশোধ নয়, ভার্তৃত্ব বজায় রেখে সমিতির কার্যক্রম পরিচালনা করবো। সকল হকার, শেয়ার হোল্ডার, পত্রিকা কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে গনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ।  সমিতির শেয়ার হোল্ডার মো. কামাল হোসেন বলেন, আগের সভাপতি ও সদস্যগন অযোগ্য, সমিতির কার্যক্রম বেগবান করার স্বার্থে একটি শক্তিশালী কমিটি পেয়েছি, ইনশাআল্লাহ আমরা সমিতির জন্য আন্তরিকতার সহিত কাজ করবো। ৫ বারের মেম্বার শেয়ার হোল্ডার মো. ইউসুফ হোসেন বলেন, নবগঠিত কমিটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কাজ করে যাবো। বিগত ৩ সদস্য বিশিষ্ট কমিটি পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল। আগের কমিটির সভাপতি মোমিন বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার অভিযুক্ত আসামী। মোমিনের সহযোগী রুবেল ক্যাসিনো সম্রাট ইসমাঈল চৌধুরী সম্রাটের সেকেন্ড ইন কমান্ড আরমানের ভাই। নতুন কমিটি আমাদের আশা আকাঙ্খা পূরন করবে। নতুন কমিটি উপহার দেয়ায় সমবায় কর্মকর্তা, পত্রিকা মালিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সমিতির সাবেক সভাপতি আবু সিদ্দিকের ছেলে বর্তমান সদস্য ফেরদৌস সিদ্দিক রাজু বলেন, আগের ৩ সদস্যের কমিটি ছিলো দুই পরিবারের সদস্য, বর্তমান কমিটির সদস্যগন ১১ পরিবারের সদস্য এবং সকল জেলার অন্তর্গত। এটি একটি শক্তিশালী কমিটি হয়েছে, যাহা সমিতির জন্য মঙ্গলজনক হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য