ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ডিমলায় স্কুলছাত্রী ধর্ষণ গ্রেফতার ২

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১০:৩৩:০৯ অপরাহ্ন
ডিমলায় স্কুলছাত্রী ধর্ষণ গ্রেফতার ২
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে গত শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের ভুট্টা খেতে ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৪) ও ছাতনাই দক্ষিণ বালাপাড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে ছামিউল ইসলাম (২২)। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্রীর সাথে প্রায় ছামিউল মোবাইলে কথা বলত। ঘটনার দিন সন্ধ্যায় ছামিউল ছাত্রীর বাড়ির পাশের এক ভুট্টা খেতে ছাত্রীর সাথে দেখা করতে তাকে মোবাইলে সুকৌশলে ডেকে নেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কুদ্দুস ছাত্রীকে দেখা মাত্রই তার মুখ চেপে ধরে ছামিউলের সহায়তায় ছাত্রীকে ধর্ষণ করে। পরে ছাত্রীর মা ছাত্রীকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজির পর ভুট্টা খেতে গেলে তার উপস্থিতি টের পেয়ে ছামিউল ও কুদ্দুস ছাত্রীকে রেখে পালিয়ে যান। এ সময়ে ছাত্রীর মায়ের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে তার মুখে সবকিছু জানতে পায়। ছাত্রীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরেরদিন শুক্রবার ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ছাত্রীকে নীলফামারী জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযুক্ত কুদ্দুস ও ছামিউলকে গ্রেফতার করেন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় গ্রেফতারকৃত দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন  আইনে মামলা নম্বর-১, তারিখ-১/৩/২০২৫ ইং দায়ের করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ