ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার শয়ন গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার শয়ন গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে ‘কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী’ শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার সঙ্গে আরও দুই সহযোগী রিদয় ও সোহাগকেও আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর শের-ই-বাংলা নগর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। সংশ্লিষ্টরা জানায়, শয়নের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া, গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। সেনাবাহিনীর অভিযানের মাধ্যমে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়ন।
সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা জানান, শয়ন দীর্ঘদিন ধরে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছিল। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রীয় মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে ঢাকা ছেড়ে শেরপুরে পালিয়ে যায়। তবে, সম্প্রতি আগারগাঁও এলাকায় তার সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের চেষ্টা শুরু করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।  সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সেনাবাহিনী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দুটি চেকপয়েন্ট স্থাপন করে। এরপর মঙ্গলবার ভোরে মানিক মিয়া এভিনিউতে মোটরসাইকেল চালানোর সময় শয়নকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রথমে শের-ই-বাংলা নগর থানায় তাদের হস্তান্তর করা হয় এবং পরে শয়নকে আদাবর থানায় স্থানান্তর করা হয়। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানী থেকে সন্ত্রাস নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, কেউ যদি সন্ত্রাসীদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে সেনা ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শয়নের গ্রেফতার ঢাকার কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে বড় ধরনের অগ্রগতি। তার গ্রেফতারের ফলে রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ কমবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স