ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্বের সন্ধানে বিসিবি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩১:৪৫ অপরাহ্ন
টি-টোয়েন্টিতে নতুন নেতৃত্বের সন্ধানে বিসিবি
বাংলাদেশের ক্রিকেটে আসছে নেতৃত্বের পরিবর্তন। টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোর পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম।
বিসিবির সভাপতি ফারুক আহমেদ গতকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, খুব শিগগিরই নতুন অধিনায়ক ঘোষণা করা হবে। তিনি বলেন,
"ইতোমধ্যে কয়েকজন খেলোয়াড় টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্য থেকেই আমরা একজনকে অধিনায়ক করার চেষ্টা করব।"
ফারুক আহমেদের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার যে, বিসিবি একজন অভিজ্ঞ খেলোয়াড়কেই এই দায়িত্ব দিতে চায়। সাকিব আল হাসানের নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দলে শান্তর নেতৃত্ব নেওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
বিসিবির ইঙ্গিত অনুসারে, সম্ভাব্য নতুন অধিনায়কের তালিকায় রয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন লিটন, যেখানে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব পান তিনি।
লিটনের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা বিসিবির নজরে এসেছে আগেই। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই বোর্ড তার নেতৃত্ব দেওয়ার সামর্থ্য বিবেচনা করছে। তবে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং-বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখা মেহেদী হাসান মিরাজও সম্ভাব্য একজন প্রার্থী।
বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসের শেষ দিকে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এই সিরিজের আগেই বিসিবি নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে।
এদিকে, দল পুনর্গঠনের পরিকল্পনার বিষয়ে বিসিবি সভাপতি জানান,
"আমাদের লক্ষ্য হবে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল তৈরি করা। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে পরামর্শ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজানো হবে।"
মুশফিকুর রহিম ইতোমধ্যে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, আর মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা করছে বিসিবি।
নতুন অধিনায়ক কে হবেন, তা খুব শিগগিরই জানা যাবে। তবে ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবি দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল নেতৃত্ব তৈরি করতে চায়, যা দলের সামগ্রিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স