ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

শিলংয়ের ঠান্ডা কন্ডিশন নিয়ে ভাবনায় বাংলাদেশ দল

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩২:৩৯ অপরাহ্ন
শিলংয়ের ঠান্ডা কন্ডিশন নিয়ে ভাবনায় বাংলাদেশ দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে প্রতিপক্ষ ভারতের চেয়েও তাদের ভাবাচ্ছে শিলংয়ের ঠান্ডা আবহাওয়া। বর্তমানে সেখানে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা বাংলাদেশের বর্তমান গরম আবহাওয়ার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। দুই ভিন্ন কন্ডিশনের এই পার্থক্য মাঠে প্রভাব ফেলতে পারে বলেই চিন্তিত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। মধ্যপ্রাচ্যের দেশটিতে সন্ধ্যার পর তাপমাত্রা কমে যায়, যা শিলংয়ের আবহাওয়ার সঙ্গে কিছুটা মিল রাখে। এই সুযোগ কাজে লাগিয়ে দলের ফুটবলারদের ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করাচ্ছেন কোচ।
ক্যাম্পের ব্যাপারে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, "আমরা এখানে আগেও ক্যাম্প করেছি। এবারের মাঠ আগের চেয়ে ভালো। সৌদির ঠান্ডা আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যা শিলংয়ে আমাদের সাহায্য করবে।"
শুধু কোচ নন, ফুটবলাররাও মনে করছেন ঠান্ডা আবহাওয়া তাদের জন্য বড় কোনো বাধা হবে না। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম আশাবাদী, "এখানে (সৌদি ক্যাম্পে) আবহাওয়া ঠান্ডা, তবে আমরা ১০-১২ দিন এখানে থাকছি। আমার মনে হয়, শিলংয়ের কন্ডিশনও প্রায় একই রকম হবে, তাই আমাদের মানিয়ে নিতে সমস্যা হবে না।"
বাংলাদেশ দল এখন পুরোপুরি প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা দিতে চায় দল। শিলংয়ের ঠান্ডা কন্ডিশন চ্যালেঞ্জ তৈরি করলেও, সৌদির ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ দল ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে তারা কতটা সফল হতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ